সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গঙ্গা ছুঁ’য়ে ফে’লে’ছে রেললাইন! বহু ট্রেন বা’তি’ল মালদহ ডিভিশনে, জেনে নিন

রেললাইন ছুঁয়েছে গঙ্গা; তাই মালদহ ডিভিশনে বাতিল বহু ট্রেন। বাতিল করা হয়েছে মালদহ ডিভিশনের ১৩টি ট্রেন। আরও ১৬টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

মালদহ রেল ডিভিশনে ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে গঙ্গার জলস্তর হু হু করে বাড়তে থাকায়। মালদা থেকে সাহেবগঞ্জ, সাহেবগঞ্জ – ভাগলপুর, কিউল-ভাগলপুর এবং ভাগলপুর থেকে জামালপুর রুটের সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মালদহের ডিআরএম যতীন্দ্র কুমার।

মালদহ থেকে দিল্লিগামী ট্রেনগুলিকে কাটিহার, পাটনা হয়ে দিল্লি পাঠানোর ব্যবস্থা হচ্ছে। রেল সূত্রে খবর, বিহারের বেশ কিছু এলাকায় গঙ্গা নদীর জল রেললাইন ছুঁয়ে বইতে শুরু করেছে।

বেশ কিছু এলাকায় রেলসেতু গুলির গা ঘেঁষে বইছে গঙ্গা। এর ফলে রেললাইনে যে কোনো মুহূর্তে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ট্রেন চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ সবসময় পরিস্থিতির উপর নজর রাখছে। মালদহের ডিআরএম পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন।