সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের একমাত্র ট্রেন, যেটিতে বিনামূল্যে যাতায়াত করেন ওই এ’লা’কা’র যাত্রীরা, জেনে নিন ট্রেনের রু’ট

কম খরচে যাতায়াতের জন্য যাত্রীদের কাছে একমাত্র পরিবহনের মাধ্যম হলো ট্রেন। যাত্রী সুবিধার্থে ভারতে রয়েছে এমন একটি ট্রেন যে ট্রেন মারফত বিনামূল্যে যাতায়াত করতে পারেন যাত্রীরা। এই ট্রেনকে লাইফ লাইন বলা হয়। অন্যান্য দিনের তুলনায় প্রতিটি শ্রেণীর মানুষের জন্য অত্যন্ত সস্তা এবং সুবিধাজনক ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই ট্রেনের সাহায্যে দীর্ঘ দূরত্বে যাতায়াত করা যায়। তাও প্রায় বিনামূল্যে।

এই ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ করা অপরাধ হিসেবে বিবেচনা করা হয় না। ভারতে টিকিটবিহীন ট্রেন হিমাচল প্রদেশ থেকে পাঞ্জাব সীমান্তের মধ্যে চলাচল করে। ভাকরা নাঙ্গাল ড্যাম দেখার পরিকল্পনা থাকলে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন এই ট্রেনে। এই ট্রেনটি হিমাচল প্রদেশের ভাকরা বাঁধের কাছে অবস্থিত ভাকরা রেলওয়ে স্টেশন থেকে চলে। আশেপাশের প্রায় 25 টি গ্রামের মানুষ গত 72 বছর ধরে এই ট্রেন পরিষেবা নিচ্ছেন।

1949 সালে ভাকরা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের পথ চলা শুরু হয়েছিল। এই ট্রেনে প্রতিদিন প্রায় 300 জন মানুষ বিনামূল্যে ভ্রমণ করেন। স্কুল এবং কলেজের ছাত্ররা ট্রেনের নিত্য যাত্রী। এই ট্রেনের সমস্ত কোচ কাঠের দ্বারা তৈরি করা হয়েছে। কাজেই রেল স্টেশনে এই ট্রেন অন্যান্য ট্রেনের থেকে সম্পূর্ণ আলাদা দেখায়। এখানে হকার বা টিটিদের দেখা মেলে না।

এই ট্রেনে প্রতিদিন প্রায় 300 জন মানুষ বিনামূল্যে ভ্রমণ করতে পারেন। ইঞ্জিন চালনার জন্য ডিজেলের ব্যবহার করা হয়। ট্রেন চালাতে গিয়ে প্রতিদিন প্রায় 50 লিটার ডিজেল খরচ হয়। পাঞ্জাব সীমান্ত থেকে ভাকরায় ফিরে আসার পর ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এই ট্রেন আশেপাশের 25 টি গ্রামের মানুষের একমাত্র পরিবহনের মাধ্যম হিসেবে কাজ করে। ট্রেনে মোট তিনটি কোচ আছে।