সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সঙ্গিনীকে নি’য়ে এভারেস্ট দেখতে এসেছেন বৃদ্ধ! বয়স্ক দম্পতির কা’ন্ড দেখে হ’ত’বা’ক নেট দু’নি’য়া

কথায় বলে ইচ্ছা থাকলেই বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। এবার সেই কথাই প্রমাণ করলেন এক বৃদ্ধ দম্পতি। তারা যা করলেন তাতে অবাক গোটা বিশ্ব। অন্যান্যদের মতো অবসর নিয়ে সুখী জীবনযাপনকে বেছে না নিয়ে বরং এভারেস্ট সফরের সিদ্ধান্ত নিয়েছেন তারা। দুর্গম গিরি কান্তার মরু পেরিয়ে বৃদ্ধ দম্পতি নজির সৃষ্টি করতে চেয়েছেন। ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ তার স্ত্রীকে নিয়ে এভারেস্টের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন।

চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর এই ধরনের অভিনব চিন্তা মাথায় আসে ওই বৃদ্ধের। যেমন ভাবা তেমনি কাজ। সোশ্যাল মিডিয়ায় তাদের সফরের একটি ভিডিও পোস্ট করা হয়েছে স্রেফ ইচ্ছা শক্তির জেরেই এভারেস্টের উচ্চতায় পৌঁছে যাচ্ছেন তারা। তাদের এই ইচ্ছাকে কুর্নিশ জানিয়েছে আমজনতা।

 

View this post on Instagram

 

A post shared by Andy Thapa (@andyinstagm)


মাউন্ট এভারেস্ট পৃথিবীর অন্যতম উচ্চ এবং দুর্গম একটি গন্তব্যস্থল। ইচ্ছা থাকলেও অনেকেই সেখানে পৌঁছতে পারেন না। গুটিকতক পর্বতারোহী এভারেস্টের চূড়ায় পৌঁছে গিয়েছেন ইতিপূর্বে। উচ্চতার থেকে বড় সমস্যা হয় শ্বাস-প্রশ্বাস নিতে। এমনকি বেস ক্যাম্পে পৌঁছতে পারেন না অনেকেই। কারোর আবার হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকে।

আরো খবর: অবিশ্বাস্য! “সুপারমডেল” রোবট চা’লু হ’চ্ছে হোটেলে, ক্যাফেতে সা’র্ভ করবে চা-কফি

ভিডিওতে দেখা যাচ্ছে বয়স্ক ব্যক্তি লাঠি নিয়ে হাঁটছেন আর হাত ধরে রয়েছেন তার স্ত্রী। পাইলট এন্ড্রু থাপা গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। সেই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন ওই দম্পতিকে। আগামী ১০০ বছর যাতে তারা এভাবেই জীবনের চড়াই উৎরায় পেরিয়ে যান। বয়স্ক দম্পতির নাতি নাতিরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এনারা হলেন আমার দাদু ঠাকুমা এটা ছিল তাদের সারা জীবনের স্বপ্ন অবশেষে তাদের স্বপ্নগুলো পূরণ হতে চলেছে।

 

View this post on Instagram

 

A post shared by Andy Thapa (@andyinstagm)

সমুদ্র স্তর থেকে ১৭ হাজার ফুট উচ্চতায় পৌঁছে গিয়েছেন ওই বৃদ্ধ দম্পতি। উঁচুতে উঠে ভারতের পতাকা স্থাপন করেছেন তারা। অথচ মুখে নেই কোন ক্লান্তির ছাপ। কি জানিয়েছেন তারা! বারবার ইচ্ছে হলেও যাওয়ার সুযোগ হবে না। কিন্তু অবশেষে জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিয়ে ফেললাম।