Home দেশ বেসরকারি স্কুল থেকে সরকারি স্কুলে সং’খ্যা বা’ড়’ছে স্টুডেন্টদের, বেশি ভ’র্তি হচ্ছে মেয়েরা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বেসরকারি স্কুল থেকে সরকারি স্কুলে সং’খ্যা বা’ড়’ছে স্টুডেন্টদের, বেশি ভ’র্তি হচ্ছে মেয়েরা

টানা দেড় থেকে দুই বছরের ব্যবধান , এই সময়ের মধ্যে অনেক কিছুই বদলে গেছে মানুষের। কিন্তু সব কিছুর পরিবর্তন ঘটলেও পরিবর্তন হয় নি মানুষের বাচার তাগিদ। মানুষ যেনো কঠিন পরিস্থিতিকে পার করে এসে এবার আরও ভালোভাবে বাচতে চাইছে, মাস্ক খুলে নিতে চাইছে একটু প্রান খুলে নিঃশ্বাস। সাধারণ মানুষ থেকে শুরু করে পড়ুয়াদের সবার জীবনের দারুণ পরিবর্তন ঘটেছে। মহামারীতে সারা দেশ ও দেশের মানুষের আর্থিক, সামাজিক পরিবর্তন যা বর্তমান সময়ে বিভিন্ন পথে ঠেলে দিয়েছে। আর এই কারণেই অনেক পড়ুয়ারাই স্থানান্তরিত হয়েছে সরকারী স্কুলে। কারণ এখন পড়ুয়াদের অভিভাবকের পকেটে দারুণ টান পরেছে। প্রাইভেট স্কুলের তুলনায় ছাত্রের সংখ্যা এখন বেশী সরকারী স্কুল গুলোতে। আর এই তথ্য সবার সামনে তুলে ধরেছে Annual Status of Education Report।

আর্থিক টানাপোড়েনের কারণে বেসরকারী স্কুলের বেতন ও তাদের রুলস রেগুলেশন মেনে চলা এখন অনেকের ক্ষেত্রেই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই রিপোর্টে এমন অনেক তথ্যই উঠে এসেছে যা বিস্ময়কর বলে মনে হচ্ছে। অনেক নামীদামী বেসরকারী স্কুলের ছাত্র ছাত্রী সংখ্যা হ্রাস পেয়েছে অনেকটাই। আর সেই তুলনাতেই বৃদ্ধি পেয়েছে সরকারী স্কুলের ছাত্র ছাত্রী সংখ্যা।
এই তুমুল পরিবর্তনের কারণটা কি তাহলে শুধুই আর্থিক টানাপোড়েন? রিপোর্ট বলছে আজ্ঞে না, এর সাথে রয়েছে অন্য কারণ। প্রাইভেট স্কুল গুলোতে তেমনভাবে চলছে না পড়াশোনা, এর সাথে রয়েছে ১৫% পড়ুয়ার মাইগ্রেশন। তবে আর্থিক সমস্যার কারণটাই বেশী ৬২%। ছাত্র ছাত্রীদের এই দূরাবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছে সরকারী স্কুলগুলো। যার ফলে ৫০% পড়ুয়ারা স্থানান্তরিত হয়েছে সরকারী স্কুল গুলোতে।

Annual Status of Education Report এর তরফ থেকে জানা গেছে সম্প্রতি ছেলেদের তুলনায় মেয়েদের সরকারী স্কুলে ভর্তির সংখ্যা অনেকটাই বেশী। আগের মতো অত ব্যবধান না হলেও, তাও খুব একটা কম কিছু নয়। সরকারী স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন আগের তুলনায় এখন ভর্তির হার বৃদ্ধি পেয়েছে ৭০%। তবে সব রাজ্যে তেমন পরিবর্তন না ঘটলেও উত্তরপ্রদেশ, পাঞ্জাব, কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু,মহারাষ্ট্র এই সব রাজ্যে সরকারী স্কুলে পড়ুয়াদের ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য গুলোতে আবার সরকারী স্কুলে ভর্তি হওয়ার হার কমেছে ও স্কুলে না ভর্তি হওয়ার হার বৃদ্ধি পেয়েছে অনেকটাই।