সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিরাট সাফল্য পে’লো ভারতীয় সেনা, কাশ্মীরে নি’কে’শ Most Wanted ল’স্ক’র জ’ঙ্গি

শীত পড়তে না পড়তেই বরফের চাদরে ঢাকা কাশ্মীরে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছিল পাকিস্তানের মদদ পুষ্ট লস্কর-ই-তৈবার জঙ্গী গোষ্ঠীর সদস্যরা। জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিলো ভারতীয় সেনা। সোমবার লস্কর-ই-তৈবার এক কুখ্যাত জঙ্গিকে এনকাউন্টারে নিকেশ করেছে ভারতীয় সেনাবাহিনী।

সালিম পারে নামের ওই জঙ্গিগোষ্ঠীর কমান্ডারকে খুঁজছিলো ভারতীয় সেনাবাহিনী। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জানিয়েছেন শালিমার গার্ডেন এলাকাতে ওই জঙ্গী কমান্ডারকে খতম করা সম্ভব হয়েছে। আইজিপি বিজয় কুমার জানিয়েছেন এনকাউন্টারে খতম করা হয়েছে ওই জঙ্গিকে।

উল্লেখ্য সমগ্র কাশ্মীর জঙ্গিমুক্ত করতে উপত্যাকা অঞ্চলে মাঝেমধ্যেই তল্লাশি অভিযান চালাতে হয় সুরক্ষা বাহিনীকে। জম্মু-কাশ্মীরে কোনো জঙ্গী সক্রিয় হচ্ছে কিনা, কোথাও জঙ্গিদের স্লিপার সেল কাজ করছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তল্লাশি চালায় ভারতীয় সুরক্ষা বাহিনী।

এলাকার শান্তি যাতে বিঘ্নিত না হয় সেই ব্যাপারে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় পর্যায়ক্রমে। জঙ্গী দমন এবং কাশ্মীর উন্নয়নকে পাখির চোখ করে এগোতে চাইছেন কেন্দ্রীয় সরকার।