সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রধানমন্ত্রী মোদির পা’শে থাকার বা’র্তা মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাশিয়া-ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন। এই পরিস্থিতিতে মোদীর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই পরিস্থিতি নিয়ে চিঠিতে উদ্বেগও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে আরও বেশি উদ্যোগী হতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাশিয়া-ইউক্রেনের এই উদ্বেগজনক পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শও দিয়েছেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আজ পঞ্চম দিনে পা রাখল।

আরো পড়ুন: “হিট এন্ড রান” কে’সে মৃ’ত্যু হলে পরিবার এবার পাবে ৮ গুণ বে’শি ক্ষ’তি’পূ’র’ণ

ইউক্রেনে বিভিন্ন দিক থেকে রাশিয়ায় ঢোকার চেষ্টা করেছে রুশ সেনাবাহিনী। গতকাল খারকিভে প্রবেশ করে রুশ সেনা। এছাড়াও দফায় দফায় ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা হতেই থাকে।

ইউক্রেনের বহু বাসিন্দা আশঙ্কাজনক পরিস্থিতিতে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ইউক্রেনে আটকে থাকা বহু ভারতীয়। বিদেশ মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে ইউক্রেনে ভারতের প্রায় ১৮,০০০ জন নাগরিক আটকে পড়েছে।

এর মধ্যে ১৬,০০০ জনই পড়ুয়া। তাদের মধ্যে কয়েক হাজার জন নাগরিককেই ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনেকর এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়।

তারপর ঘুরপথে রোমানিয়ার বুখারেস্ট দিয়ে কয়েকজন ভারতীয় পড়ুয়াকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় কেন্দ্রের তরফে। শনিবার থেকে আজ অবধি ৬ টি বিমানে কয়েক হাজার ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।