সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এপ্রিল মাসে প্রধান ৪ টি গ্রহের গোচর! সাফল্য ও সুখবর অপেক্ষা করে আছে এই সব রাশির জীবনে

এপ্রিল মাসটি হতে চলেছে গ্রহের গোচর। এই মাসে বুধ, বৃহস্পতি, শুক্র, সূর্য রাশি পরিবর্তন করতে চলেছে। দেব গুরু বৃহস্পতি বছরে একবারই রাশি পরিবর্তন করে। চলতি বছরের এপ্রিল মাসে দেবগুরু বৃহস্পতি নিজের রাশি মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে এবং যেখানে সূর্য এবং রাহুর সঙ্গে অবস্থান করবে।

২২শে এপ্রিল ২০২৩ পর বৃহস্পতি গোচরের পরে মেষ রাশিতে বৃহস্পতি এবং রাহু অবস্থান করবে,যার‌ জন্য চন্ডাল যোগ তৈরি হবে। এছাড়াও বুধ এবং শুক্র রাশি গোচর করবে অন্য দিক থেকে সূর্য ও নিজের রাশি পরিবর্তন করতে চলেছে।

এই গোচরের ফলে রাশিচক্রের কয়েকটি রাশির ওপর পড়বে বিশেষ প্রভাব। এই গোচরের ফলে পাঁচ রাশির জন্য হতে চলেছে অত্যন্ত শুভ।

প্রথমেই রয়েছে বৃষ রাশি। এপ্রিলে গ্রহের গোচরের জন্য বৃষ রাশি জাতির জাতিকাদের জীবনে সাফল্য আসতে চলেছে। এই সময়ে এই রাশি জাতক জাতিকারা আর্থিক দিক মজবুত হবে। এই রাশি জাতক জাতিকেদের ভালো সময় কাটবে।

আরো খবর: স্ত্রীকে দেখাশোনার দা’য়ি’ত্ব স্বামীকে নিতেই হ’বে, ভিখারি হলেও খো’র’পো’ষ দি’তে হবে: আদালত

এরপরই রয়েছে মিথুন রাশি, এপ্রিল মাসে গ্রহের গোচরের ফলে মিথুন রাশির জাতক-জাতিকাদের প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই সময় সাহসিকতা এবং বীরত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আর ব্যবসার দিক থেকে বড়সর সাফল্য আসতে পারে। বছরের এই সময়ে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত।

এরপর রয়েছে কর্কট রাশি, এপ্রিল মাসটি শুভ হতে চলেছে কর্কট রাশির জন্য। এই সময় বড়সড় কাজ সম্পন্ন করার সম্ভাবনা রয়েছে এবং নতুন মানুষের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক জাতিকেদের পরিবারে সুখের বার্তা আসতে পারে।

এর পর রয়েছে কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি অত্যন্ত স্বস্তির একটি মাস হবে। এই মাসে পুরনো কোন সমস্যার সমাধান হবে। কাজের দিক থেকে সাফল্য আসবে এবং যেকোনো সমস্যার যদি উদ্বেগ হয় তবে তা খুব তাড়াতাড়ি সমাধান হবে।

এরপর রয়েছে মীন রাশি, গ্ৰহের গোচরের ফলে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সাফল্য। অপ্রত্যাশিতভাবে কোন সাফল্যের স্বাদ পেতে পারে এই রাশি জাতক-জাতিকারা। অর্থলাভ হবে এই রাশি জাতক জাতিকাদের। এছাড়া এই সময় ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে।