সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্ব’প্নে কোনোদিন মাছ দেখেছেন? অনেক পরিবর্তন ঘ’ট’তে পারে জী’ব’নে! জেনে নিন তবে

ঘুমের মধ্যে মানুষ কত কিছুই না স্বপ্ন দেখে। কেউ কেউ তো জেগে জেগেও স্বপ্ন দেখে। বিশেষজ্ঞদের মতে ঘুমের মধ্যে বিভিন্ন স্বপ্নের বিভিন্ন অর্থ ও কারণ রয়েছে। প্রতিটি স্বপ্নের কোনো না কোনো গুরুত্ব রয়েছে।

অনেক স্বপ্ন ঘুম থেকে উঠেও মনে থাকে, আবার কোনো কোনো স্বপ্ন মনে থাকে না। কিছু স্বপ্ন দেখা শুভ, আবার কিছু স্বপ্ন দেখা অশুভ বলে মনে করে থাকেন বিশেষজ্ঞরা।

স্বপ্নের সাথে ভবিষ্যতের বিভিন্ন ঘটনাবলীর যোগসূত্র থাকে। আজকের প্রতিবেদনে আপনাদের বলব মাছের স্বপ্ন দেখলে কি হয়। স্বপ্নে মাছ দেখারও নানা ব্যাখ্যা রয়েছে।

আরো পড়ুন: দিদার গ’র্ভে নাতনি! প্রসবের অপেক্ষায় মু’খি’য়ে গোটা পরিবার

• স্বপ্নে বড় মাছ দেখার অর্থ হল আপনার সাথে অশুভ কিছু হতে চলেছে। কারণ এই স্বপ্ন নেতিবাচকতার প্রতিফলন।

• শার্ক বা পিরানহার মতো ভয়ঙ্কর মাছের স্বপ্ন ভবিষ্যতে ঋণ গ্রহণের ইঙ্গিত দেয়।

• বড় মাছ হওয়া সত্ত্বেও ডলফিন যেহেতু খুব বন্ধুত্বসুলভ হয় তাই ডলফিনের স্বপ্নকে শুভ মনে করা হয়। ডলফিনের স্বপ্ন ব্যক্তিকে ধন ও স্বাস্থ্য লাভের দিকে ইঙ্গিত দেয়।

• আমাদের একঘেয়ে জীবনটাই তো সাদা কালো। কিন্তু রঙ জীবনের কথা বলে। তাই রঙিন মাছের স্বপ্নকেও খুবই শুভ মনে করা হয়। এটি জীবনকে পরিপূর্ণ করে তোলার কথা বলে।

• যদি কখনো স্বপ্নে দেখেন যে আপনি মাছ ধরছেন তাহলে বুঝবেন আপনার পরিশ্রম সফল হতে চলেছে। আবার যদি কখনো সাফল্যের সঙ্গে মাছ ধরার স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন খুব শীঘ্রই ধন লাভ করতে পারেন।

• সাঁতার কেটে মাছ ধরার স্বপ্ন কঠিন পরিশ্রমের ইঙ্গিত দেয়। আবার সাঁতার কেটে যদি মাছ ধরে ফেলার স্বপ্ন দেখেন, তা হলে কঠিন পরিশ্রমের ফলস্বরূপ সাফল্য লাভ করবেন এমনটাই ইশারা করে সেই স্বপ্ন।