সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের দীর্ঘতম গা’ড়ি, আ’ছে হেলিপ্যাড, ভি’ত’রে রয়েছে সুইমিং পুল, দেখুন গাড়িটির অন্দরসজ্জা

একটি গাড়ির লম্বায় আর কত বড় হতে পারে। খুব বেশি হলে চল্লিশ ফুট।এর থেকে বড় হয়তো সম্ভব নয়। তবে আপনাদের জানিয়ে দিই এই ধারনা পুরোপুরি ভুল। পৃথিবীর সবচেয়ে লম্বা গাড়ির দৈর্ঘ্য হল 100 ফুট।

গিনেস বুক অফ ওয়ার্ল্ডে এই গাড়িটি আমেরিকান ড্রিম নামে পরিচিত। শুধু তাই নয় এর ছাদে ল্যান্ড করতে পারে হেলিকপ্টার।ভিতরে আছে বাথ টব, সুইমিংপুল, গলফ খেলার মাঠ প্রকৃতি ।

1986 সালে প্রথমবার গাড়িটি গ্রিনিস বুকে ওঠে। তখন এর দৈর্ঘ্য ছিল 60 ফুট। সঙ্গে ছিল 26 টি চাকা। এরপর এই গাড়িটি দৈর্ঘ্য আর কিছুটা বাড়ানো হয়।

আরো পড়ুন: চেয়ারে ব’সে কা’জ করছেন বৃদ্ধ, পিছন থেকে এসে হা’ম’লা’র চে’ষ্টা’য় বি’ষা’ক্ত সাপ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

তথ্য অনুসারে জানা যায় গাড়িটি ক্যালিফোর্নিয়ায় প্রথম বানানো হয়। মূলত হলিউড চলচ্চিত্র ব্যবহারের উদ্দেশ্যে বানানো হয়ে থাকে।শুধুমাত্র দৈর্ঘ্যের জন্য নয় অন্যান্য সুবিধা থাকার দরুন এই গাড়িটির নাম গিনিস বুকে উঠেছে।

গাড়িটির দুই প্রান্তে চালক রয়েছে। এত বড় বিলাসবহুল গাড়িতে উঠলে, আর ফাইভ স্টার হোটেলে যাওয়ার প্রয়োজন হয় না। এই গাড়িতে রয়েছে সুইমিংপুল টিভি, ফ্রিজ প্রভৃতির ব্যবস্থা। তথ্য অনুসারে প্রায় 75 জন যাত্রী গাড়িতে উঠতে পারে। হোন্ডা সিটির সিডেন টাইপ সাতটি গাড়ি পরপর রাখলে এর সমান হবে।