সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্র’য়া’ত হলেন জা’তী’য় পুরস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী সুরেখা সিক্রি

জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী সুরেখা সিক্রির জীবন অবসান হলো আজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। সুরেখা সিক্রির ম্যানেজার জানিয়েছেন আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই বর্ষীয়ান অভিনেত্রীর। ২০২০ সালে একবার ব্রেন স্ট্রোক হয়েছিল তার। তার পর থেকেই নাকি সুরেখা অসুস্থ ছিলেন। আজ সকালেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। অভিনেত্রীর মৃত্যুর সংবাদে শোকোস্তব্ধ বলিউড।

সুরেখা সিক্রি দীর্ঘ বেশ কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। নায়িকা হিসেবে নয়, তিনি নিজেকে বরাবর অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। ‘কিসসা কুর্সি কা’, ‘তামস’, ‘সমীর ল্যাংড়ে পে মত রো’, ‘সর্দারি বেগম’, ‘মাম্মো’, ‘জুবাইদা’, ‘বাধাই হো’র মতো একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। টেলিভিশনের পর্দায় ‘সিআইডি’, ‘বালিকা বধূ’, ‘সাঞ্ঝা চুলাহ’, ‘সাত ফেরে’র মতো একাধিক ধারাবাহিকে তার অভিনয় এখনো দর্শক মনে রেখেছেন।

নিজের অভিনয় দক্ষতার গুনে তিন-তিনবার সহঅভিনেত্রীর জন্য জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন তিনি। ‘বাধাই হো’ ছবিতে তার অভিনয় এর জন্য হুইল চেয়ারে বসেই জাতীয় পুরস্কার নিতে গিয়েছিলেন অভিনেত্রী। মহাবালেশ্বরের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। এরপর থেকে আর সেভাবে কাজ করতে পারছিলেন না অভিনেত্রী। মাঝে তার ব্রেইন স্ট্রোক হয়। তারপর থেকেই তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও শয্যাশায়ী ছিলেন সুরেখা। আজ সকালেই তার জীবনের স্পন্দন থেমে গেল। তার মৃত্যুর সংবাদ পেয়ে মন খারাপ তার অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় সকলেই শোক প্রকাশ করছেন।