সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পৃথিবীর সবথেকে উঁ’চু সিনেমা হল লে-লাদাখে, গর্বের বি’ষ’য় দেশবাসীর কা’ছে

লাদাখে প্রথম মোবাইল ডিজিটাল সিনেমা হল খোলা হল। নাম দেওয়া হল Ladakh Movie Theater। এটি বিশ্বের সবচেয়ে উঁচু সিনেমা হল (Highest Theater in the World)। মোদী সরকারের অবদানের ফলে লাদাখে এই সিনেমা হল তৈরি হল। এবার ভূস্বর্গ দর্শন হবে আরও মনোরম। লাদাখের ১১,৫৬২ ফুট উচ্চতায় খোলা হয়েছে এই মোবাইল সিনেমা হল। লাদাখের লেহর পলডন এলাকায় তৈরি করা হয়েছে এটি। সবচেয়ে বিপদসঙ্কুল জায়গাতেও এবার সিনেমার মজা নিতে পারবেন সিনেপ্রেমীরা।

উদ্বোধনে উপস্থিত পঙ্কজ ত্রিপাঠিও জানান, ‘লাদাখের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সিনেমা পৌঁছে দেওয়ার উদ্যোগ খুব ভালো।’ আর দেশের মাথায় সাফল্যের নতুন পালক লাগায় খুশি দেশবাসীরা। 

গত ২৪শে আগস্ট বিশ্বের এই উচ্চতম সিনেমা হলের উদ্বোধন হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। এছাড়াও উপস্থিত ছিলেন লাদাখ বুদ্ধিষ্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থুপস্টান চেওয়াং। এই সিনেমা হলের উদ্বোধন উপলক্ষে এদিন ন্যাশনাল স্কুল অফ ড্রামার এক সদস্য মেফাম ওটসাল উপস্থিত ছিলেন।

পাহাড়ের চূড়ায় তৈরি এই সিনেমা হল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বলিউডের অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। উপস্থিত ছিলেন লাদাখ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থুপস্টান চেওয়াংও।

এই সিনেমা হল খোলার উদ্যোক্তা সুশীল জানিয়েছেন, ‘লেহতে এমন চারটি থিয়েটার খোলা হবে। লাদাখে এই সিনেমা হল তৈরি করে ছবি দেখার বন্দোবস্ত করা বেশ কঠিন ছিল। কিন্তু তা সত্ত্বেও দুর্গম এলাকার মানুষদের বিনোদনের কথা ভেবে এই বন্দোবস্ত করা হয়েছে।’ লাদাখে প্রত্যেক বছরই রোমাঞ্চপ্রেমী মানুষ ভিড় জমান। সিনেমা হল তৈরির ফলে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে বলেই আশা রাখছেন সুশীল।

-২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও আরামের সঙ্গেই বসে সিনেমা দেখতে পারবেন দর্শক। আর সব ধরণের দর্শকের কথা মাথায় রেখেই টিকিটের দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

-২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও সকলে আরামের সঙ্গে বসে সিনেমা দেখতে পারবেন এখানে। টিকিটের দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। যাতে সকলেই সিনেমা দেখতে পারেন। অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। 

জানা গিয়েছে, এই সিনেমা হলে প্রথম প্রদর্শিত হয় চাংপা নোমাডসের শর্ট ফিল্ম ‘শিকল’। ভারতীয় সেনা-জওয়ানদের দেখার জন্য এদিন সন্ধ্যেবেলা বলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘বেল বটম’ দেখার আয়োজন করা হয়েছিল। উদ্বোধনে উপস্থিত বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিও জানান, ‘লাদাখের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সিনেমা পৌঁছে দেওয়ার উদ্যোগ খুব ভালো।’ আর দেশের শিরোপায় সাফল্যের নতুন পালক লাগায় দেশবাসীরাও আনন্দিত।