সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পিছন পকেটে মানিব্যাগ রা’খা’র অভ্যাস? ডেকে আনছেন বি’প’দ!

বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেদের দেখা যায় যে মানিব্যাগটা প্যান্টের পিছনের পকেটে রাখতে। পুরুষের ক্ষেএে এই অভ্যাসটা দেখা যায় সব সময়। বাইরে বেরোনো হোক কিংবা বাড়িতে সবসময় মানিব্যাগ প্যান্টের পিছনের পকেটে রাখা হয়।

মানিব্যাগে শুধু টাকা পয়সাও থাকে তা নয়, থাকে কিছু প্রয়োজনীয় অথবা প্রয়োজনীয় কাগজপত্র। কেউ কেউ রাখেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মেট্রোর স্মার্ট কার্ড ইত্যাদি।

দরকারি কিংবা অদরকারী কাগজ মানিব্যাগে রাখার পরে মানিব্যাগটা সাইজ এবং আকৃতিও বেড়ে যায়। তবে এই রকম একটি ব্যাপারে কিন্তু ঘটতে পারে মহাবিপদ এটাই বলছেন বিশেষজ্ঞরা। এই ধরনের একটি অভ্যাস যদি কেউ ত্যাগ না করতে পারেন তবে ভবিষ্যতে পরতে পারেন তারা মহা বিপদে।

আরো পড়ুন: হাসপাতালে ছিলো না শব’বা’হী গাড়ি, মেয়ের দে’হ কাঁ’ধে তুলেই ১০ কিমি হাঁ’ট’লে’ন বাবা

মার্কিন একটি গবেষণায় বলা হয়েছে যে মানিব্যাগ যদি প্যান্টের পিছনের পকেটে রাখা হয় তবে অনেক সময় শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়, অনেক সময় শরীরের নানা জায়গাতে খারাপ প্রভাব পড়তে পারে।

এ ধরনের একটি অভ্যাসের জন্য হতে পারে ঘাড়ে অথবা পিঠে ব্যথা। অনেক সময় স্পাইনাল জয়েন্ট এবং অন্যান্য পেশিতেও হতে পারে মারাত্মক সমস্যা। এইরকম একটি অভ্যাসের ফলে সাইটিকা নার্ভের ওপর বেশ প্রভাব পড়ে।

এই প্রভাবের ফলে শিরদাঁড়া সোজা করে বসার ক্ষমতা অনেকে হারিয়ে ফেলতে পারেন। বিশেষজ্ঞদের মতে প্যান্টের পিছনের পকেটে মানিব্যাগ না রেখে অফিস ব্যাগে কিংবা অন্যান্য জায়গাতে মানিব্যাগ রাখার মত অভ্যাস করুন।