সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আচার্য বি’ল নি’য়ে এই প্রথমবার মুখ খুললেন রাজ্যপাল, কি বললেন তিনি?

রাজ্য মন্ত্রিসভায় রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সব বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত কয়েকদিন আগেই পাস হয়েছিল।

মন্ত্রী ব্রাত্য বসু সেই সিদ্ধান্তকে আইনে পরিণত করতে বিধানসভায় দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ল (সংশোধনী) বিল পেশ করেন।

বিজেপি-র তরফে এই বিলের বিরোধিতা করেন অগ্নিমিত্রা পাল, শুভেন্দু অধিকারীরা৷ মঙ্গলবার বিলগুলি নিয়ে প্রথমবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

আরো পড়ুন: বাড়িতে ১০ টা’কা’র কয়েনের স্তুপ, তা দিয়েই ৬ লক্ষ টা’কা’র গাড়ি কিনলেন যুবক

রাজ্যপাল জগদীপ ধনকড় রাজভবনে দাঁড়িয়ে জানান, নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে। আমি খুব মন দিয়ে বিলগুলো দেখব। পক্ষপাতিত্ব করব না। গ্রহণযোগ্য হলে গ্রহণ করব।

নাহলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলব। রাজ্যপাল আরও বলেন, আমি খুব মন দিয়ে বিলগুলো দেখব। পক্ষপাতিত্ব করব না। যদি গ্রহণযোগ্য হয়, গ্রহণ করব। যদি তা না হয়, আমি সরকারের সঙ্গে কথা বলব। গণতন্ত্রকে জলাঞ্জলি দেব না।