সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিউজিল্যান্ড টিমের নিরাপত্তায় থাকা পাক পুলিশরা খে’য়ে নিলো ২৭ লক্ষ টা’কা’র বিরিয়ানি

পাকিস্তানের মাটিতে নিরাপত্তাজনিত সংকটে ভুগছেন নিউজিল্যান্ডের ক্রিকেট টিমের খেলোয়াড়রা। নিউজিল্যান্ডের ক্রিকেট টিমের সদস্যদের সঠিক নিরাপত্তা বন্দোবস্ত করায় কার্যত পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল। এমতাবস্থায় পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের খেলোয়াড়রা পা রাখার আগেই তাদের পাকিস্তান সফর বাতিল হয়ে যায়।

এতে এমনিতেই আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। এখন আবার ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে খেলোয়াড়দের নিরাপত্তার জন্য পাঁচজন এসপি ও এসএসপি-সহ ৫০০-রও বেশি পুলিশকর্মী মোতায়েন করতে হয় পাকিস্তানকে। সেই পুলিশকর্মীদের খাওয়া-দাওয়ার খরচ বাবদ যে মোটা অংকের অর্থ বিল হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে এসে পৌঁছেছে তাতে কার্যত মাথায় হাত পড়েছে পিসিবির।

বিগত আট দিন যাবত ওই পুলিশ কর্মচারীদের জন্য দু’বেলা বিরিয়ানির বন্দোবস্ত করতে গিয়ে ২৭ লক্ষ টাকা খরচ হয়েছে পিসিবির। এই মোটা অংকের বিল দেখে সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তার চোখ উঠেছে কপালে। যদিও এখন এই বিল মেটানোর জন্য অনুমোদন দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে। শুক্রবার টসের আগেই নিরাপত্তার কারণে নিউজিল্যান্ড সফর বাতিল করেছিল।

পিসিবি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি ত্রিদেশীয় সিরিজের জন্য আমন্ত্রণ জানিয়েছিল শ্রীলংকা এবং বাংলাদেশকে। পিসিবি এই মুহূর্তে যেন-তেন প্রকারেণ পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলা শুরু করতে চায়। কিন্তু প্রতিবার প্রতিটি দেশ পাকিস্তানের সেই আমন্ত্রণ ফিরিয়ে দিচ্ছে। এতে কার্যত বেজায় ক্ষুব্ধ পাকিস্তান।