Home দেশ ভবিষ্যত হ’লো ইলেকট্রিক বা’ই’কে’র, ফের বু’কিং শু’রু REVOLT RV400-এর

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভবিষ্যত হ’লো ইলেকট্রিক বা’ই’কে’র, ফের বু’কিং শু’রু REVOLT RV400-এর

বর্তমান দুর্মূল্যের বাজারে প্রতিনিয়ত পেট্রোল এবং ডিজেলের দাম যে হারে বেড়ে চলেছে তাতে বাইক আরোহীর এখন পেট্রোল চালিত বাইকের বদলে বৈদ্যুতিন বাইকের প্রতি ঝুঁকছেন বেশি। আর সাধারণের সেই চাহিদা লক্ষ্য করে বাজার ধরতে চাইছে রিভোল্ট মোটরস। সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে সম্প্রতি RV400 লঞ্চ করা হয়েছে। যারা বর্তমান পরিস্থিতিতে বৈদ্যুতিক মারফত বিকল্প খুঁজছেন তাদের জন্য সেরা এই বৈদ্যুতিন বাইক। শীঘ্রই এই বাইকের বুকিং শুরু হবে বলে জানানো হয়েছে।

১৫ জুলাই দুপুর ১২টা থেকে Revolt Motors আবার ফ্ল্যাগশিপ বাইক বুকিং শুরু করবে বলে জানিয়ে দিয়েছে। তবে এখনই সারা দেশজুড়ে বুকিং শুরু হচ্ছে না বলে জানানো হয়েছে। দিল্লি, মুম্বই, পুণে , চেন্নাই, হায়দরাবাদ, আহমেদাবাদ, এই ছয়টি শহরেই আপাতত বিক্রি হবে এই বাইক। এই ছয় শহরে প্রথম ধাপে ৫০ কোটি টাকার বাইক বিক্রি করেছে সংশ্লিষ্ট সংস্থা।

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার ইলেকট্রিক বাইকের জন্য FAME-II-তে ভর্তুকি বাড়িয়েছে। যার ফলে সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন গ্রাহকেরা। Revolt RV400-এর দাম ২৮,২০০ টাকা পর্যন্ত কমে গিয়েছে বলে জানা যাচ্ছে। তাহলে আর দেরি কেন? নতুন বাইক কেনার পরিকল্পনা থাকলে সাশ্রয় মূল্যে বাইক কেনার এই সুযোগ যেন হাতছাড়া করবেন না।

বর্তমান পরিস্থিতিতে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েই চলেছে। রোজ রোজ দাম বৃদ্ধি পাওয়াতে অতিষ্ঠ বাইক আরোহীরা। যার ফলে অনেকেই বিকল্প পথ খুঁজছেন। এই মুহূর্তে বাইক আরোহীদের জন্য বৈদ্যুতিক গাড়ি কেনা ছাড়া তেমন ভাবে আর কোনো উপায় নেই। দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়ে গিয়েছে। অন্যান্য রাজ্যগুলিতেও দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।