সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খে’লা দে’খা’নো’র অ’ভি’যো’গে ভা’লু’ক সহ তিন’জ’ন’কে গ্রে’ফ’তা’র কর’লো ব’ন’দ’প্ত’র

খেলা দেখানোর অভিযোগে ভালুক সহ তিনজনকে গ্রেফতার করলো বনদপ্তর

মালদা,২১ জুলাই : খেলা দেখানোর অভিযোগে ভালুক সহ তিনজনকে গ্রেফতার করলো বনদপ্তর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে গাজল ব্লকের পাঁচপাড়া এলাকার মাতল গ্রামে। এই ঘটনায় বনদপ্তরের কর্মীরা ভালুক উদ্ধার করে ইংলিশ বাজারের ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে। এ ঘটনায় মূল তিনজন অভিযুক্ত কেও বনদপ্তরে কর্মীরা গ্রেফতার করে ।

অভিযুক্তদের নাম প্রাণবল্লভ সরকার তার বাড়ি গাজোল এর মাতলে, পাপ্পু কালামদার বাড়ি বিহারে, লাল মোহাম্মদ কালামদার বাড়ি বীরভূম জেলায় , অভিযুক্ত তিনজনকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করবে বনদপ্তর। পাশাপাশি ভালুক থেকে কোথায় রাখা যায় সে বিষয়ে এখনো পরস্কার হয়নি ।

এ বিষয়ে ফরেস্ট রেঞ্জ অফিসার মালদা রেঞ্জের সুজিত কুমার চ্যাটার্জী জানান বিশেষ সূত্রে বনদপ্তরের কর্মীরা খবর পেয়ে ই এলাকায় যায় এবং সেখানে দেখে অভিযুক্তরা ভালুকটিকে নিয়ে মানুষের মাঝে খেলা দেখাচ্ছে। এরা একটি অটো তে করে ভালুক টিকে নিয়ে এলাকায় ঘোরাঘুরি করতো। আজ তাদের হাতেনাতে ধরে ফেলে বন দপ্তরের কর্মীরা। অভিযুক্ত তিনজনকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হবে।

আদালতের নির্দেশে অনুযায়ী কোন এক জঙ্গলে ছাড়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে বন্য আইন অনুযায়ী মামলা রুজু করা হচ্ছে।