সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রথম ও’মি’ক্র’ন আ’ক্রা’ন্তে’র হ’দি’শ মিললো রাজ্যে, আ’ক্রা’ন্ত এক শিশু

পশ্চিমবঙ্গে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল।করোনার এই নতুন ভ্যারিয়েন্ট মুর্শিদাবাদের সাত বছরের এক শিশুর শরীরে পাওয়া গিয়েছে। কয়েকদিন আগেই শিশুটি পরিবারের সঙ্গে আবু ধাবি থেকে দেশে ফেরে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে রাজ্যের শিশুটির শরীরে ওমিক্রন আক্রান্তের হদিশ মেলায়। জানা গিয়েছে, আবু ধাবি থেকে বিমানে হায়দরাবাদে নেমেছিল শিশুটির পরিবার। সেখানে আরটি পিসিআর পরীক্ষার জন্য শিশুটির লালারস সংগ্রহ করা হয়।

বিদেশ থেকে আসায় জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় লালারস। এদিকে আরটি পিসিআরের ফলাফলে জানা যায়, শিশুটি কোভিড পজিটিভ। বুধবার জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টে জানা গিয়েছে শিশুটি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। করোনা আক্রান্ত অবস্থায় হায়দরাবাদ থেকে কলকাতায় ফেরে শিশুটি।

আর এখানেই প্রশ্ন উঠেছে, একজন কোভিড পজিটিভ কী করে নিয়ম ভেঙে হায়দরাবাদ থেকে বিমানে ওঠে? রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, কোনও কোভিড পজিটিভ রোগী বিমানে উঠতে পারে না। কিন্তু কী করে এমন ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়। তাই সমস্ত বিষয়টি লিখিত আকারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে জানানো হচ্ছে।

বুধবার স্বাস্থ্যভবনে খবর আসে, শিশুটি করোনা পজিটিভ এবং বিশ্বে ত্রাস সৃষ্টিকারী ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্ত। শিশুটি এখন মালদহের কালিয়াচকে আত্মীয়ের বাড়িতে আইসোলেশনে রয়েছে বলেই জানা গিয়েছে। রয়েছে মৃদু উপসর্গও।