সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গোটা দেশের অনুপ্রেরণা কলকাতা, দিল্লি-মুম্বইও হ’বে নীল-সাদা: মমতা

মাঝে আর মাত্র দু দিনের অপেক্ষা। তারপরেই কলকাতা পৌরসভা ভোটের দামামা বাজবে। শেষ মুহূর্তে এখন শাসকদলের তরফ থেকে জোর প্রচার চালানো হচ্ছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার চালাতে গিয়ে কলকাতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরলেন। তিনি এদিন বলেন কলকাতাকে সুন্দর করে সাজিয়ে তুলতে নীল-সাদা রং ব্যবহার করেছিলেন তিনি। আজ কলকাতা, বাংলা সারাদেশের অনুপ্রেরণা।

আগামী দুই বছরে কলকাতার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 10 বছর আগে রাজ্যের ক্ষমতায় আসার পর কলকাতার সৌন্দর্য বৃদ্ধির উপর জোর দিয়েছিলেন তিনি। সেই সময় তাঁর প্রিয় নীল-সাদা রঙে রাঙিয়ে তোলা হয়েছিল কলকাতার বিভিন্ন বিল্ডিং।

মুখ্যমন্ত্রী আরো বলেন, সে সময় অনেকেই ‘আর্জেন্টিনা’ বলে কটাক্ষ করেছিলেন। তবে এখন দিল্লি থেকে শুরু করে মুম্বাই, সকলেই নীল সাদা রং পছন্দ করছেন। কলকাতার পাশাপাশি মুম্বাই এবং দিল্লির মত মেট্রো শহর গুলিকেও এখন নীল সাদা রঙে রাঙিয়ে তোলা হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

আগামীদিনের পুরসভার নির্বাচন উপলক্ষে কলকাতায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। একাধিক বিষয়ে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা তিনি ঘোষণা করেছেন। কলকাতাকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে তার মধ্যে। আগামী দু’বছরের মধ্যেই কলকাতার সৌন্দর্যায়নের পথে আরও কয়েক ধাপ এগোতে চায় রাজ্য। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্যে এমনটাই শোনা গেল।