সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কো’নো গোয়াল ঘরে ন’য় বরং গরু-বাছুরদের নিজেদের শোওয়ার ঘরেই রা’খে’ন এই পরিবার

অনেকেই বাড়িতে কুকুর-বিড়ালের মতো পোষ্য নিয়ে থাকতে পছন্দ করেন। তারা পরিবারের সকল সদস্যের কাছেই অত্যন্ত আদুরে হয়। কিন্তু, রাজস্থানে এমন একটি পরিবার রয়েছে যাঁরা তাদের বাড়িতে গরু, ষাঁড় এবং বাছুর নিয়ে থাকেন।

শুধু তাই নয়, তাদের পরিবারের সদস্য হিসাবেও বিবেচনা করা হয়। আর সেই কারণেই যোধপুরের হাউজিং বোর্ড থানা এলাকার সুভাষ নগরে বসবাসকারী প্রেম সিং কাছোয়ার পুরো পরিবার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। প্রেম সিং কাছোয়া এবং তাঁর স্ত্রী সঞ্জু কাছোয়া পরিবারের আর বাকি সদস্যদের মতোই তাঁদের বাড়িতে গরু এবং ষাঁড় রাখেন।

jodhpur

শুধু তাই নয়, বাড়িতে থাকা গরু, বাছুর ও ষাঁড়ের নামও দিয়েছেন তাঁরা। এই প্রসঙ্গে সঞ্জু বলেন, তাঁর বাড়ির গরুর নাম “গোপী”, বাছুরের নাম “গঙ্গা” এবং ষাঁড়ের নাম দেওয়া হয়েছে “পৃথু”।

পাশাপাশি তিনি আরও জানান যে, তিনি প্রায়ই বাছুরটির সাথে খেলেন, তাকে স্নেহের সাথে স্নান করান এবং তার শোবার ঘরে ঘুমান। তিনি আরও বলেন, গরুতে ৩৩ কোটি দেবতা বাস করেন। কেউ কেউ শুধু দুধের জন্য তাদের লালন-পালন করে এবং দুধ না দিলে ঘর থেকে তাড়িয়ে দেয়।