সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নি’র্বা’চ’ন কমিশন’কে প্র’ভা’বি’ত করা হ’য়ে’ছে! উপ’নির্বাচন নি’য়ে ক’টা’ক্ষ দিলীপ ঘোষে’র

নির্বাচন কমিশনকে প্রভাবিত করা হয়েছে! উপনির্বাচন নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই সমালোচনায় মুখর রাজ্যের বিরোধী বিজেপি শিবির। বিশেষত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এদিন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিপক্ষে সওয়াল করেছেন। মেদিনীপুরের বিজেপি সাংসদের অভিযোগ, নির্বাচন কমিশনকে প্রভাবিত করা হয়েছে। নির্বাচন কমিশন তৃণমূলের চাপের মুখে পড়ে মাথানত করেছে বলে তিনি দাবি করেন।

কলকাতাতে ভবানীপুর কেন্দ্রটি ছাড়াও আরও চারটি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। তবে নির্বাচন কমিশন এদিন শুধু ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের ঘোষনা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কেন্দ্র থেকেই উপ নির্বাচনে দাঁড়াবেন বলে অনুমান রাজনৈতিক মহলের। তাই দিলীপ ঘোষের অভিযোগ তৃণমূলের দ্বারা প্রভাবিত হয়ে এই ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রাজ্য বিজেপির সভাপতি এদিন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করছেন এই মুহূর্তে রাজ্যে উপনির্বাচনের পরিবেশ নেই। লোকাল ট্রেন চলাচল করছে না। স্কুল-কলেজ সব বন্ধ। অর্থাৎ রাজ্যের করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসেনি। সেই দিক দিয়ে বিবেচনা করলে বেশ বোঝা যায় এই মুহূর্তে রাজ্যে উপ নির্বাচনের আয়োজন করার পরিবেশ নেই।

দিলীপ ঘোষ তাই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ২রা মে ফলাফল প্রকাশের পর ৫ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি যে কেন্দ্র থেকে ভোটে দাড়িয়ে ছিলেন সেখানে তাকে ব্যর্থ হতে হয়। সাংবিধানিক নিয়ম মেনে ৫ নভেম্বরের মধ্যে তাকে বিধায়ক হয়ে আসতে হবে। অতএব তার জন্য প্রস্তুতি নিচ্ছিল রাজ্য।