সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঢেকুর ও বাৎকর্ম ক’রা যা’বে না, জমি থাকতে হবে ২০ একর, বি’য়ে’র বি’জ্ঞা’প’ন ঘি’রে শোরগোল

বিয়ের জন্য বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা বহুদিনের। সেই কবে থেকে খবরের কাগজের ‘পাত্র পাত্রী চাই’ বিভাগে এই বিজ্ঞাপন ছাপা হয়। এখন যদিও শুধু খবরের কাগজ নয়, সোশ্যাল মিডিয়া এই ধরণের বিজ্ঞাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।

আর সেই সমস্ত বিজ্ঞাপনে বিভিন্ন চাহিদার উল্লেখ বরাবরই থাকে, এই কার কেমন পছন্দ ইত্যাদি। বিভিন্ন সময়ে এই পাত্রপাত্রী নির্বাচনের আবদার প্রায়শই নেটদুনিয়ার দৃষ্টি আকর্ষণ করে।

কখনও সুন্দরী, ফর্সা কনের খোঁজ, তো কখনও মোটা মাইনের পাত্রের খোঁজ – এসব তো লেগেই থাকে। সম্প্রতি এরকমই এক বিয়ের বিজ্ঞাপন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সম্প্রতি একটি ইংরেজী দৈনিক সংবাদপত্রে পাত্র পাত্রীর সন্ধান চাই এর কলমে এক আজব বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। যা নিয়ে হাসির রোল উঠেছে নেট মাধ্যমে।

সেই বিজ্ঞাপনটি দিয়েছেন একজন নারীবাদী মহিলা। সেখানে তিনি তো শুধু পাত্রই চাননি পাশাপাশি একাধিক আজব চাহিদার কথা পেশ করেছেন, যেমন – বাতকর্ম কিংবা ঢেকুর এর মত নিত্যনৈমিত্তিক প্রাকৃতিক কর্ম করতে পারবেন না।

আরো পড়ুন: রাত ১০ টার মধ্যে ঘু’মো’লে ঝুঁ’কি অনেকটা ক’মে যা’য় হৃদরোগের, ব’ল’ছে গবেষকরা

পাত্রকে বেশ হ্যান্ডসাম ও সুন্দর চেহারাবান হতে হবে, তাকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে হবে যার প্রায় কুড়ি একর জমি এবং ফার্ম হাউস থাকবে। শুধু তাই নয়, পাত্রকে জানতে হবে রান্নাও।

নিজের প্রসঙ্গে ওই মহিলা জানিয়েছেন, তিনি একজন নারীবাদী মহিলা, শরীরে রয়েছে একাধিক পিয়ার্সিং। পাশাপাশি তিনি পুঁজিবাদের তীব্র বিরোধী। কিন্তু অদ্ভুত ব্যাপার হল এই যে তিনি যদি পুঁজিবাদের বিপরীত মানসিকতার হবেন তাহলে বিয়ে করার জন্য পাত্র হিসেবে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে খুঁজছেন কেন!

আরো পড়ুন: নতুন ইতিহাস পাকিস্তানের, পাক লেফটেন্যান্ট প’দে যো’গ দিলেন দুই হিন্দু অফিসার

আর এই প্রশ্নই এখন নেটিজেনদের মনে ঘুরপাক খাচ্ছে। আর এই কারণেই নেটিজেনদের হাসির খোরাক হয়ে উঠেছে বিজ্ঞাপনটি। এহেন বিজ্ঞাপনে অনেকেই মন্তব্য করেন, এমন পাত্র বাস্তব জীবনে পাওয়া সম্ভব নয়, একমাত্র কুমোরটুলিতে অর্ডার দিলে তবেই বানানো যাবে।

এতকিছু শোরগোলের পর শেষমেষ জানা গেল যে এই পুরো ব্যাপারটাই মজার ছলে করা হয়েছে। তবে এই বিজ্ঞাপনের মালকিন কে তা এখনো জানা যায়নি। কিন্তু প্রথম সারির ইংরেজি দৈনিক পেপারে এ ধরনের বিজ্ঞাপন থাকতে পারে তা পাঠকদের কেউই আশা করেননি। তবে যাই হোক না কেন এহেন ভুয়ো বিজ্ঞাপনে নেটিজেনরা এতকিছুর মাঝেও একটু প্রাণ খুলে হাসতে পেরেছেন।