সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যে খুচরো দোকান খু’লে রা’খা’র সময়সীমা বা’ড়’লো, জেনে নিন

সম্প্রতি রাজ্য জুড়ে লকডাউনের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। লকডাউনের দ্বিতীয় পর্যায়ে বেশ কিছু নিয়মের পরিবর্তন এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন খুচরো দোকান খুলে রাখার সময়সীমা বাড়ালেন তিনি। লকডাউনের প্রথম পর্যায়ে মাত্র তিন ঘন্টা দোকান খুলে রাখার অনুমতি ছিল। এই পর্যায়ে সেই সময়সীমা ৩ ঘন্টা থেকে বাড়িয়ে ৪ ঘন্টা করেছেন মুখ্যমন্ত্রী।

বুধবার নবান্নে চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে দাবি তোলা হয় যে মুখ্যমন্ত্রী সারাদিনের মধ্যে যে সময় কালে দোকান বাজার খুলে রাখার অনুমতি দিয়েছেন তাতে বেশি লাভ হচ্ছে না দোকানিদের। তাই সন্ধ্যার দিকে দোকান খুলে রাখার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়।

দোকান খুলে রাখার জন্য সময়সীমা বদলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলেন ব্যবসায়ীরা। তবে মুখ্যমন্ত্রী অবশ্য সেই আবেদন মঞ্জুর করেননি। তার বদলে তিনি দোকান খুলে রাখার সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন নবান্ন থেকে জানিয়ে দিয়েছেন যে এবার থেকে প্রতিদিন বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান খুলে রাখা যেতে পারে।

প্রসঙ্গত আগে বেলা ১২টা থেকে কেবল বিকেল ৩টা পর্যন্তই দোকান খুলে রাখা যেত। তবে ব্যবসায়ীদের সুবিধা অসুবিধার কথা ভেবে দোকান খুলে রাখার সময় সীমা বাড়ালেন মুখ্যমন্ত্রী। এতে ব্যবসায়ীরা উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।