সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বে’ই’মা’নি করেছে, কাঁকড়ার দল বিজেপি: বাবুল সুপ্রিয়

গত মঙ্গলবার বিজেপি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজেপির প্রাক্তন সদস্য বাবুল সুপ্রিয়। পদ থেকে ইস্তফা দেওয়ার পরপরই কার্যত প্রাক্তন দল সম্পর্কে মুখ খুলেছেন তিনি। বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্টে বিজেপি সম্পর্কে অনেক কথা লিখেছেন বাবুল। বিজেপিকে তিনি বেইমান বলে উল্লেখ করেছেন। লিখেছেন বিজেপি তার সঙ্গে বেইমানী, করেছে বিশ্বাসঘাতকতা করেছে। বহিরাগতদের চাটার্ড প্লেনে চড়িয়েছে।

একইসঙ্গে তিনি আরো বলেছেন বিজেপির জন্য তিনি যা কিছু করেছিলেন তার জন্য তিনি গর্বিত। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক প্রশংসাসূচক বাক্য লিখেছেন। বাবুল সুপ্রিয় বিজেপিকে ‘কাঁকড়ায় ভরা দল’ বলেও কটাক্ষ করেছেন। যে দল নিজেদের প্রকৃত কর্মীদের সঙ্গে নির্লজ্জ বিশ্বাসঘাতকতা বেইমানি করে আর বহিরাগতদের চাটার্ড প্লেনে চড়ায়, সেই দলকে কটাক্ষ করে তিনি এমনটাই বলেন।

বাবুল জানিয়েছেন এর আগে বিজেপির জন্য কাজ করতে পেরে তিনি গর্ব অনুভব করতেন। ঠিক একইভাবে সাংসদ পদের আড়াই বছর মেয়াদ বাকি থাকতেও সাংসদ পদ ছেড়ে দিয়ে তিনি একইরকম গর্ব অনুভব করছেন। একইসঙ্গে আসানসোলবাসীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন, তিনি আজও একই রকম ভাবে আসানসোলবাসীর পাশে থাকবেন।

তবে বাবুলের এই পোষ্টের সমালোচনা করতে ছাড়েননি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। বাবুলকে কটাক্ষ করে তার পাল্টা বক্তব্য, মন্ত্রীত্ব চলে যাওয়া যদি জরিমানা হয় তাহলে বিনা পরিশ্রমে রামদেব বাবার সুপারিশে এবং মোদিজীর জনপ্রিয়তায় সাংসদ হওয়াটাও লটারিতে প্রাইজ পাওয়ার মত।