সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বৃষ্টির পাশাপাশি বইবে ঝো’ড়ো হাওয়া! পূর্বাভাস কত দিনের?

গোটা বাংলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৈশাখের তপ্ত গরম থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গ তে বটেই এমনকি দক্ষিণ বঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার বিকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।

তবে ঠিক কদিন ধরে বৃষ্টি হবে? সেই সম্পর্কে কিছু জানায়নি হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন হাওড়া হুগলী কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা প্রভৃতি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবার হাওয়ার গতিবেগ হতে পারে ৫০ কিলোমিটার। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে চলবে মঙ্গলবার পর্যন্ত।

আরো খবর: প্রধানমন্ত্রী মোদিকে খু’নে’র হু’ম’কি

শনিবার ঝড় বৃষ্টি বেশি হবে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে। মধ্যপ্রদেশ এবং রাজস্থান সংলগ্ন এলাকায় একটি ঘুনাবর্তের প্রভাবে বাংলার আবহাওয়া প্রতিকূল। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়।

সেই কারণে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এই ভয়ঙ্কর গরমে। আগামী তিনদিন রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে এই গরমের সময় কিছুটা বৃষ্টির ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাংলার মানুষ।