OBC-তে সং’র’ক্ষ’ণ নিয়ে নতুন চি’ন্তা’ভা’ব’না কেন্দ্রের, দেশবাসীরা অ’ব’শ্য’ই জেনে নিন

সংরক্ষণের সুবিধার জন্য অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) বার্ষিক আয়ের সীমা বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্র।সংশ্লিষ্ট মহলের মত, বর্তমানে বার্ষিক আট লাখ টাকা আয়ের সেই সীমা যদি বাড়ানো হয় তাহলে আরও বেশি সংখ্যক ওবিসি সম্প্রদায়ের মানুষের কাছে চাকরি এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত সুবিধা পৌঁছে যাবে।

বর্তমানে ওবিসিদের জন্য সরকারি চাকুরি এবং শিক্ষা ক্ষেত্রে ২৭ শতাংশ সংরক্ষণ চালু আছে। যে ওবিসি পরিবারের বার্ষিক আয় আট লাখ টাকার বেশি, সেই পরিবারের সদস্যরা সেই সুবিধা পান না। সেই সীমা অবশ্য প্রতি তিন বছরে বাড়ানোর কথা। কিন্তু ২০১৭ সালে শেষবার আয়ের সীমা বাড়ানো হয়েছিল। তার আগে ২০১৩ সালে বাড়ানো হয়েছিল যেখানে আয়ের সর্বোচ্চ সীমা ছিল ছ’লাখ টাকা।

বাদল অধিবেশনে লোকসভায় লিখিত জবাবে কেন্দ্রীয়মন্ত্রী প্রতিমা ভৌমিক জানিয়েছেন, অন্যান্য অনগ্রসর শ্রেণির মধ্যে যে পরিবারের বার্ষিক আয় আট লাখ টাকার বেশি, তাদের আয়ের মানদণ্ডের বিষয়টির সংশোধনের প্রস্তাব জমা পড়েছে, যা বিবেচনা করে দেখা হচ্ছে। ইতিমধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি জি রোহিনির নেতৃত্বে একটি কমিশন তৈরি করা হয়েছে, যা অন্যান্য অনগ্রসর শ্রেণির উপ-শ্রেণির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সেইসঙ্গে কোনও উপ-শ্রেণি বাড়তি সুযোগ সুবিধা পাচ্ছে কিনা, তা বিবেচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।কমিশন এটাও বিবেচনা করছে যে কোনো বৈষম্য থাকলে কীভাবে তা দূর করা যায়। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘সরকারের কাছে কমিশন এখনও রিপোর্ট জমা দেয়নি।’

সূত্রের খবর, আরও বেশি সংখ্যক ওবিসি সম্প্রদায়ের মানুষকে সংরক্ষণের আওতায় আনতে পারিবারিক বার্ষিক আয়ের সীমা ১২ লাখ টাকা করা হতে পারে। যদিও সে বিষয়ে কিছু সঠিক খবর জানা যায়নি। সেই আয়ের সীমা বছরে ১৫ লাখ করা হবে কিনা, তা নিয়েও কোনরকম মতামত প্রকাশ করেননি তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ এস জ্যোতিমানি।