সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাজারে এ’লো পেট্রোল চা’লি’ত সবথেকে কমদামি বাইক, মাইলেজ আপনার ধারণার বা’ই’রে!

পেট্রোল এবং ডিজেলের দাম ক্রমাগত বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে ডিজেল এবং পেট্রোল চালিত গাড়ি চালানো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তবে সাধারণ মানুষের পকেট বাঁচাতে এবার কম খরচের বাইক চলে এলো বাজারে। কম পেট্রোল খরচায় চলবে এমন একটি বাইক বাজারে লঞ্চ করেছে হিরো মোটো কর্প। এই সংস্থার আওতায় সাধ্যের মধ্যে কম বাজেটের মোটরসাইকেল পাওয়া যাচ্ছে।

এর মধ্যেই হিরো এইচএফ ডিলাক্স সবথেকে সাশ্রয়ী বাইক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতের বাজারে বেশ জনপ্রিয় হয়েছে কম দামের বাইক। 97.2 সিসি এয়ার কুলড 8 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই মোটরসাইকেলে। 8000 আরপিএমে 8.24 বিএইচপি পাওয়ার এবং 5000 আরপিএমে 8.05 এনএম পিক টর্ক জেনারেট করার ক্ষমতা রয়েছে এই বাইকের।

2020 Hero HF Deluxe BS6 - Heavy Grey With Black | Walkaround Review -  YouTube

বাইকের ইঞ্জিনে 4 স্পিড ট্রানস্মিশন রয়েছেন। এই বাইকটি এক লিটার পেট্রোল ব্যবহার করে 83 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই বাইকের সামনে একটি টেলিস্কোপিক হাইড্রোলিক সাসপেনশন রয়েছে। এছাড়া পেছনে রয়েছে টু স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন।

বাইকের সামনের চাকার 130 মিলিমিটার ড্রাম ব্রেক দেওয়া আছে। পিছনের চাকাতেও 130 মিলিমিটার ড্রাম ব্রেক দেওয়া আছে। ব্রেকিং সিস্টেম এবং কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমের সঙ্গে যোগ করা রয়েছে। কম দামের মধ্যে এই বাইক এতগুলি পরিষেবা একসঙ্গে দিচ্ছে তার গ্রাহককে।