সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাসপাতাল থেকে ছা’ড়া পেতেই অনুব্রতকে তলব করলো CBI, আজই হাজিরার নি’র্দে’শ

গত ৬ এপ্রিল সিবিআইয়ের নোটিস পেয়ে হাজিরা দিতে আসার পথেই বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল অসুস্থ হয়ে ভরতি হন হাসপাতালে। এ

কাধিক জটিলতা থাকায় ১৭ দিন হাসপাতালেই থাকতে হয় তাঁকে। তবে ছাড়া পাওয়ার পরই তাঁকে ফের সিবিআই তলব করা নিয়ে ফের জল্পনা উসকে উঠছে।

শুক্রবার রাতে বাড়ি ফেরার পর শনিবার দুপুরেই ফের সিবিআই তাঁকে তলব করল। সিবিআই সূত্রে খবর, শনিবার বিকেল সাড়ে ৫টার মধ্যেই তাঁকে নিজাম প্যালেসে, কেন্দ্রীয় তদন্তকারীদের মুখোমুখি হতে হবে। এই মর্মে নোটিস পাঠানো হয়েছে বীরভূমের তৃণমূল সভাপতিকে।

আরো পড়ুন: iphone-এ কেন এখনো ১২ মেগাপিক্সেল ক্যামেরাই দেওয়া হ’য়?

তবে তিনি নিজাম প্যালেসে যাবেন কি না, তা এখনও জানা যায়নি। গত ৬ এপ্রিল বোলপুর থেকে কলকাতা আসার পথে অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভরতি হন অনুব্রত।

তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করে একাধিক শারীরিক পরীক্ষানিরীক্ষা করা হয়। টানা ১৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা।

শুক্রবার সন্ধেবেলা অবশেষে হাসপাতাল থেকে ছুটি হয়েছে তাঁর। চিনার পার্কে একটি ফ্ল্যাটে আপাতত বিশ্রামে রয়েছেন অনুব্রত। জানা গিয়েছে, এদিন সকালে চিকিৎসকের পরামর্শমতো হালকা প্রাতরাশ সেরেছেন তিনি। কমিয়ে দিয়েছেন কথাবার্তা।

বেশিরভাগ সময় কাটিয়েছেন শুয়ে। চিকিৎসকরা তাঁকে আরও একমাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে খবর। এই অবস্থায় সিবিআই নোটিস শনিবার দুপুরেই তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে পৌঁছয়।

তাতে মাত্র কয়েকঘণ্টা সময় দেওয়া হয়েছে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার জন্য। নোটিস অনুযায়ী, বিকেল সাড়ে পাঁচটার মধ্যে অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে।