সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্ত্রী ১০ বছরের ব’ড়ো, বিয়ে ২০১৪ সালে, আ’দ’তে কেমন ছিল শামী-হাসিনের স’ম্প’র্ক?

আমরা সকলেই দেখি বিনোদন দুনিয়ার বা খেলাধুলার জগতের দম্পতিদের মধ্যে তুলনামূলক ভাবে বেশি ডিভোর্স হতে। এর নেপথ্যে নানা কারণ থাকে। ঠিক সেরকম ভাবেই ভারতীয় ক্রিকেটের ফার্স্ট বোলার মহম্মদ শামির সাথে তাঁর স্ত্রী হাসিন জাহানের বিচ্ছেদ হতে চলেছে। এই সোমবার এই বিচ্ছেদের রায় শুনিয়েছে আদালত। বিচারক জানিয়েছেন, শামিকে মাসে মাসে ৫০ হাজার টাকা করে দিতে হবে হাসিনকে।

কিন্তু তাদের এমন ভাবে বিচ্ছেদ কেনো হলো আসুন জেনে নেওয়া যাক। যতদূর জানা যায়, হাসিন জাহান নিজে শামির থেকে ১০ বছরের বড়ো ছিলেন। তবু তাদের প্রেমে এই বয়সের ব্যবধান বাঁধা হয়ে দাঁড়ায় নি। তাঁর মডেলিং এর প্রেমে পরে শামি ২০১২ সাল থেকে তারা একে অপরকে ডেট করে। দুবছর পর তারা বিয়ে করেন এবং ২০১৫ সালে তাদের কন্যা আইরার জন্ম হয়।

প্রথম দিকে তাদের কোনো সমস্যা না থাকলেও ৪ বছর পর অনেক সমস্যা শুরু হয়। হাসিন থানায় অভিযোগ জানায় শামির বিরুদ্ধে গৃহস্থ হিংসার। তার প্রতি অত্যাচার করেছেন শামি ও তাঁর পরিবার এমন অভিযোগ জানায়। এছাড়াও শামির দাদার বিরুদ্ধে ধ’র্ষ’নে’র মত অভিযোগও করেন।

আরো খবর: এবার খে’য়ে দেখুন তন্দুরি পমফ্রেট, রইলো সেই সু’স্বা’দু রেসিপি

হাসিনের আরও অভিযোগ ছিল, বেঙ্গালুরু, পুণে, নাগপুরের মেয়েদের সঙ্গে শামির সম্পর্ক রয়েছে। তাঁর দাবি, লন্ডনের এক ব্যবসায়ীর সূত্রে এই মহিলাদের সঙ্গে শামির পরিচয় হয়। একাধিক মেয়ের সাথে সম্পর্ক রাখে শামি সব তাদের কল রেকর্ডের স্ক্রিনশট তুলে থানায় পেশ করেন।

তবে শামি হাসিনার সব অভিযোগই মিথ্যা বলে দাবি করেন। আর তাই এই মামলায় শেষ পর্যন্ত আলিপুর আদালতের বিচারক অনিন্দিতা গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে হাসিনকে ৫০ হাজার টাকা করে দেবেন শামি।

 

View this post on Instagram

 

A post shared by hasin jahan (@hasinjahanofficial)

২০১৮ সালে এই মামলা শুরু হওয়ার সময় থেকে এই নির্দেশ কার্যকর হবে। অর্থাৎ ওই বছরের মার্চে মামলা রুজু হওয়ার সময় থেকে বকেয়া অর্থ শামিকে মেটাতে হবে বলে বলা হয়। তবে বিচারকের এই সিদ্ধান্ত হাসিনার পছন্দ হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by hasin jahan (@hasinjahanofficial)


কারন সে ১০ লক্ষ টাকা দাবি করেছিল প্রতি মাসে শামির থেকে আর সেই জায়গায় ৫০ হাজার টাকা তাঁর মোটেই পছন্দ হয়নি। তারা এরপর উচ্চ আদালতে যাবে এই নিয়ে বলেও জানা যায়।