সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাকি ৪ কে’ন্দ্রে উপনির্বাচন হবে অক্টোবরেই, জেনে নিন তারিখ

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আগামী ৩০শে সেপ্টেম্বর রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আয়োজন করা হয়েছে। তবে রাজ্যের আরো চারটি নির্বাচনী কেন্দ্রের উপনির্বাচনের বাকি ছিল। এমতাবস্থায় ওই চারটি কেন্দ্রের উপ নির্বাচন কবে হবে সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে এবার নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হলো বাকি চারটি উপনির্বাচন কেন্দ্রে নির্বাচন হবে আগামী অক্টোবর মাসে।

ভবানীপুর উপনির্বাচন কেন্দ্র, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গীপুরে সাত তাড়াতাড়ি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়াতে স্বভাবতই বিরোধীরা প্রশ্ন তুলেছিল বাকি চারটি নির্বাচন কেন্দ্রে উপনির্বাচন কবে হবে। সেই প্রশ্নের জবাব দিলো নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী মাসেই ওই চার কেন্দ্রেও উপনির্বাচন হতে চলেছে।

কমিশনের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৩০শে অক্টোবর ওই চার কেন্দ্রে উপনির্বাচন হবে। সেখানে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে ৮ই অক্টোবর। ভোট গণনার দিন ধার্য করা হয়েছে আগামী ২রা নভেম্বর। ৫ই নভেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কমিশন।

উল্লেখ্য পশ্চিমবঙ্গ ছাড়াও হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দিমন ও দিউয়ের তিনটি লোকসভা আসনেও নির্বাচন হওয়ার কথা আছে। অন্ধ্রপ্রদেশের একটি, অসমের পাঁচটি, বিহারের দুটি, হরিয়ানার একটি, হিমাচল প্রদেশের তিনটি, কর্নাটকের দুটি, মধ্যপ্রদেশের তিনটি, মহারাষ্ট্রের একটি, মেঘালয়ের তিনটি, মিজোরামের একটি, নাগাল্যান্ডের একটি, রাজস্থানের দুটি এবং তেলঙ্গানার একটি আসনে উপনির্বাচন হবে পশ্চিমবঙ্গের সঙ্গেই।