সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মিমির ফিল্মের প্রযোজনা সংস্থার বিল ব’কে’য়া, আ’ট’কে রাখলো হোটেল কর্তৃপক্ষ

হোটেলের বকেয়া বিল না মেটানোর দরুন ধুন্ধুমার কান্ড বাঁধলো হোটেল কর্তৃপক্ষ এবং অরিন্দম শীলের নতুন ছবি ‘খেলা যখন’ এর টিম ইউনিটের মধ্যে। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, হোটেলের বকেয়া বিল না মিটিয়েই হোটেল ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন ওই ইউনিটের সদস্যরা। আর সেখানেই বাধা দেন হোটেল কর্তৃপক্ষ। তাদের দাবি হোটেলের সম্পূর্ণ বিল না মিটিয়ে ওই ইউনিটের একজন সদস্যকেউ ফিরতে দেওয়া হবে না।

পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি ‘খেলা যখন’। শহর থেকে দূরে হচ্ছিল এই ছবির শুটিং। ছবির শুটিং শেষে কলকাতায় ফিরে আসার তোড়জোড় শুরু করছিলেন শুটিং ইউনিটের সদস্যরা। হোটেল কর্তৃপক্ষ তা টের পেয়েই তাদের পথরোধ করে দাঁড়ায়। বৃহস্পতিবার শুটিং শেষে কলকাতায় ফিরে আসার কথা ছিল তাদের। কিন্তু হোটেল কর্তৃপক্ষের বাধার মুখে পড়ে তারা ফিরতে পারেননি।

প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ, হোটেলের বিল বকেয়া রয়েছে ওই প্রযোজনা সংস্থার। এমনকি কলাকুশলীদের পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। এই নিয়েই ঘোরালো হয়ে ওঠে পরিস্থিতি। হোটেলের বিল না মেটালে শুটিং ইউনিটের একজন সদস্যকেও ফিরতে দেওয়া হবে না বলে দাবি করতে থাকে ওই হোটেল কর্তৃপক্ষ।

হোটেল কর্তৃপক্ষ এদিন বকেয়া টাকা না পেয়ে ওই প্রযোজনা সংস্থার ডিওপি অয়ন শীল, সরকারি আশুতোষ সাহা এবং বাপ্পা দালালকে আটকে রেখেছিল বলে খবর পাওয়া গিয়েছে। এমন কাণ্ড ঘিরে টলিউডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।