সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একেই বলে ভা’গ্য! মাত্র ৩৩৫ জন না’রী’র সা’থে স’ম’য় কাটিয়েছেন এই ব্য’ক্তি! খ’র’চ করতেন মহিলারাই

৩৬৫ জন মহিলাকেই ডেট করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন তিনি। নিজের প্রতিজ্ঞাপূরণের পথে অনেকখানিই এগিয়ে গিয়েছেন তিনি। চেন্নাইয়ের সুন্দর রামু ইতিমধ্যেই ৩৩৫ জন মহিলার সঙ্গে একান্তে সাক্ষাৎ করে ফেলেছিলেন তিনি। অতএব আর মাত্র ৩০ জন মহিলাকে ডেট করলেই তার প্রতিজ্ঞা পূরণ হয়ে যাবে। এতদিন এত মহিলার সঙ্গে যোগাযোগ রাখার দৌলতে চেন্নাইয়ের মহিলা মহলে তিনি বেশ পরিচিত হয়ে উঠেছেন।

sunder-ramu-with-his-date

পেশায় তিনি একজন অভিনেতা আবার নৃত্য শিল্পীও বটে। বর্তমানে তিনি চেন্নাই শহরের বুকে ‘দ্য ডেট কিং’, ‘দ্য ৩৬৫ ডেটস ম্যান’ বা ‘সিরিয়াল ডেটার’ হিসেবে পরিচিতি পেয়েছেন। ২০১৫ সাল থেকে তিনি মহিলাদের ডেট করতে শুরু করেছেন। তবে এক্ষেত্রে অবশ্য তিনি কিছু নিয়ম মেনে চলেন। মহিলাদের সঙ্গে ডেটে যাওয়ার জন্য তার শর্ত হলো তাকে ডেটের প্রস্তাব দিতে হবে সেই মহিলাকেই। ডেটের পরিকল্পনা এবং ডেটের জায়গা নির্বাচন তাকেই করতে হবে।

sunder-ramu-vimala

ডেটের যাবতীয় খরচা এবং খাবারের খরচাও মহিলাকেই বহন করতে হবে। কেন এমন শর্ত রাখেন তিনি? এ প্রসঙ্গে সুন্দর রামুর বক্তব্য হলো, তিনি ছোটবেলা থেকেই লিঙ্গবৈষম্যের বিরোধী। বাড়িতে কিংবা স্কুল-কলেজেও কখনও ছেলে ও মেয়ের মধ্যে বিরোধ হতে দেখেননি। তবে তিনি যখন কাজের জন্য সারা বিশ্ব ঘুরতে শুরু করেন তখন দেখেন সারাবিশ্বেই লিঙ্গবৈষম্য রয়েছে। ২০১২ সালে দিল্লির গণধর্ষণ কাণ্ড তাকে ভীষণ ভাবে প্রভাবিত করেছিল। মানসিকভাবে ভীষণ আঘাত পেয়েছিলেন তিনি।

Meet this Chennai man who is on a mission to date 365 women

এরপরে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য কিছু একটা করার পরিকল্পনা করছিলেন সুন্দর রামু। এরপর ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে তিনি মহিলাদের ডেট করতে শুরু করেন। এই দীর্ঘ সময় ধরে তিনি যে মহিলাদের সঙ্গে ডেট করেছিলেন তাদের মধ্যে যেমন তরুণীরা ছিলেন, তেমনি আবার ষাটোর্ধ্ব প্রৌঢ়াও ছিলেন। লেকের ধারে একসঙ্গে বসে সূর্যাস্ত দেখেছিলেন তারা। সেই মুহূর্তকে নিজের জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত বলে উল্লেখ করেন তিনি। আবার এক আইরিশ সন্ন্যাসিনীর সঙ্গেও ডেটে গিয়েছিলেন তিনি।