সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষক নি’য়ো’গ মা’ম’লা’য় সুপ্রিম স্থগিতাদেশ

২০১৪ সালের বিগপ্তিতে প্রাথমিকের টেট পরীক্ষায় উত্তীর্ণদের ২০১৭ সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।এদের মধ্যে ২৬৯ জনের চাকরি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ খারিজ করে দেয়। এরপর তার আবার শুনানির অনুরোধ করলেও কোন লাভ হয়নি।

এই ২৬৯ জনের মধ্যে ১৯৯ জন প্রাথমিক শিক্ষক সিঙ্গল বেঞ্চ – এর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি জেকে মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানির দায়িত্বে রয়েছেন।

সোমবার তারা শুনানিতে জানিয়েছেন যে রাজ্যের ১৯৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ দেওয়া হল ৷ এই মামলার পরবর্তী শুনানি হবে ১২ এপ্রিল৷

আরো খবর: কি কি শ’র্তে তৃণমূলকে “সর্বভারতীয়” তকমা হা’রা’তে হলো?

প্রসঙ্গত,প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ গত বছর ১৩ জুন এই ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয়৷

বহিষ্কৃত চাকরি প্রার্থীরা এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করে৷ কিন্তু ডিভিশন বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখে৷এরপর তারা সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়।