সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সভাপতি প’দে দা’য়ি’ত্ব নিয়েই ২৪ লোকসভা নির্বাচনের কত আ’স’ন পাবেন জানিয়ে দিলেন সুকান্ত

একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পরপরই কার্যত এই বাংলায় রাজনৈতিক ঘুঁটি আরো শক্ত করে তুলতে পেরেছে তৃণমূল। অপরপক্ষে বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দিতে তৎপর বিজেপি কার্যত তিন অংক জোটাতে না পেরে প্রধান বিরোধী শক্তিতে রূপান্তরিত হয়েছে। সদ্য বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল আনা হয়েছে। রাজ্য বিজেপির দায়-দায়িত্ব এখন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের কাঁধে।

নতুন দায়িত্ব পেয়ে কলকাতায় এসে উপস্থিত হয়েছেন সুকান্ত মজুমদার। তিনি তার আগামী পরিকল্পনা জানিয়েছেন। ২০১৯ এর পর এই মুহূর্তে রাজ্য বিজেপির প্রধান লক্ষ্য ২০২৪ এ এই রাজ্যে বিজেপির আসন সংখ্যা বাড়ানো। প্রাক্তন সর্ভারতীয় বিজেপির সভাপতি অমিত শাহ ১৯-য়ের লোকসভায় বাংলা থেকে ২২টি আসনের টার্গেট স্থির করে দিয়েছিলেন। সুকান্ত মজুমদার সেই জায়গায় আসন্ন লোকসভা নির্বাচনে ২৫ টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন।

আগামী লোকসভায় বাংলা থেকে আসন দয়ের টার্গেটও বেঁধে দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি এদিন হাওড়াতে পৌঁছে জানিয়েছেন এই মুহূর্তে সংগঠনকে শক্তিশালী করে তোলাই তার একমাত্র লক্ষ্য। তিনি বলেন বিধানসভা ভোট কৌশলে ভুল ছিল। তৃণমূলের চতুরতা বুঝতে ভুল করেছিল বিজেপি। তবে সেই থেকে শিক্ষা নিয়ে এখন লোকসভাকে টার্গেট করে এগোচ্ছে বিজেপি। তিনি এদিন হলফ করে বলেন পশ্চিমবঙ্গ থেকে ২৫-য়ের বেশি আসন জিতবে বিজেপি।

উল্লেখ্য একুশে বিধানসভা নির্বাচনে বিজেপির হারের কারণ হিসেবে বিজেপির অনেকেই প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে দায়ী করেছিলেন। তবে সুকান্ত মজুমদার অবশ্য তেমনটা মনে করেন না। তার পাল্টা যুক্তি দিলীপ ঘোষের আমলে এই রাজ্যে বিজেপি শক্তিশালী হয়েছে। বাংলায় এযাবতকালের সবথেকে সফল সভাপতি হিসেবে দিলীপ ঘোষকেই এগিয়ে রেখেছেন তিনি।