সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মালবাজারে মমতার পা’ল্টা স’ভা করবেন শুভেন্দু অধিকারী, নভেম্বর থেকেই শু’রু!

তাহলে কি মমতার দেখানো পথেই হাটছে চলেছে শুভেন্দু? এই নিয়ে প্রশ্ন উঠেছে কারন গতকাল মুখ্যমন্ত্রী মালবাজারে পরিদর্শনের জন্য গিয়েছিল, আজ সেখানে সভার আয়োজনও করা হয়েছে। এবার সেই সভার পালটা সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে যখন পালাবদল হয়েছিল ঠিক একই ভাবে বুদ্ধদেব যেখানে সভা করেছিল ঠিক একই জায়গায় মমতা ব্যানার্জীও পালটা সভা করতেন।

তবে সেটা ৪৮ ঘন্টা পরেই হত কিন্তু শুভেন্দু সেটা ২০ দিন পরে করছে। আগামী ৫ ই নভেম্বরে এই পালটা সভার আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে। এখন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে রয়েছেন, তার ৪ দিনের সফর। শিলিগুড়িতে প্রশাসনিক সভা করবেন সাথে বিজয়া সম্মেলনীতে যোগদান করবেন। মুখ্যমন্ত্রীর সভার পালটা সভার কথা জানিয়েছেন শুভেন্দু।

আগামী ৫ ই নভেম্বর মালবাজারে পালটা সভা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই আন্দাজ করা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পালটা বক্তৃতা দেবেন তিনি। বিজয়া দশমীর দিন হড়পা বানে ভেসে গিয়েছে অনেক লোক। যার মধ্যে কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। তাদের পরিবারকে সান্ত্বনা দিতেই মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর।

আরো পড়ুন: বিধায়ক অদিতি মুন্সীর স্বামীকে ডে’কে পা’ঠা’লো CBI

আগামীকাল পুলিশের বিজয়া সম্মীলনীতে যোগদান করবেন মুখ্যমন্ত্রী। আজ মঙ্গলবার প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে। সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর তিনি বৃহস্পতিবার রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে।

আজকের যাবতীয় কর্মসূচির ওপরে নজর রাখছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির জবাব দেবেন শুভেন্দু, তার প্রস্তুতি হয়ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি।