সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্টুডেন্ট ক্রেডিট কা’র্ড নিয়ে ছাত্র-ছাত্রীদের চি’ন্তা আরো ক’মে গেলো! বাড়বে লোন দেওয়ার গ’তি

এখনও পর্যন্ত যা খবর, স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে দুটি বেসরকারি ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের। এর কারণে প্রায় এক হাজারেরও বেশি পড়ুয়া ইতিমধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পাওয়ার সুবিধা পেয়েছে। এই সপ্তাহের মধ্যে আরো দু’হাজারের কাছাকাছি পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পেয়ে যাবেন বলে জানা যাচ্ছে। মূলত দুটি বেসরকারি ব্যাংক এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তির ফলে পুজোর আগেই এত সংখ্যক পড়ুয়া লোন পেয়ে যাবেন বলে আশা।

পুজোর পরে আরও একটি রাষ্ট্রয়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাজ্য স্কুল শিক্ষা দপ্তর আরো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল। মূলত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের লোন দেওয়ার জন্যই এই চুক্তি করা হয়েছে। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সদর দপ্তরে চুক্তি স্বাক্ষরিত হয়। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, ইউকো ব্যাংকের সঙ্গে এই চুক্তির ফলে রাজ্যের প্রায় স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়ার গতি আরো বাড়বে। সূত্রের খবর, বৃহস্পতিবার চুক্তির ফলে মোট দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের চুক্তি সম্পন্ন হল। স্কুল শিক্ষা দপ্তর মনে করছে, অক্টোবরের মধ্যেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেক বেশি সংখ্যক আবেদনপত্র মঞ্জুর হয়ে যাবে।

এখনও পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ৫০% আবেদন জমা পড়েছে। ইতিমধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন পত্র এক লক্ষ ছাড়িয়েছে। সে ক্ষেত্রে কালীপুজোর পরপর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন গতি আরও বাড়বে। প্রসঙ্গত মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি ব্যাংক গুলিকে বলেছেন, ব্যাঙ্কগুলি রাজ্য সরকারের প্রকল্পের সহযোগিতা না করলে সরকারের একাউন্ট তুলে নেওয়া হতে পারে। তারপরই কার্যত বেসরকারি ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নড়েচড়ে বসেছে বলে মনে করা হচ্ছে।