সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যজুড়ে পড়ুয়াদের বি’ক্ষো’ভ! এবছর উচ্চমাধ্যমিকে সব বিষয়ে রিভিউয়ের আবেদন ক’রা যা’বে

এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে গত ১০ জুন। সেই রেজাল্ট বেরোনোর পর থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা বিভিন্ন জায়াগায় ইতিমধ্যেই বিক্ষোভ দেখিয়েছেন।

সম্প্রতি ফেল করা ছাত্র ছাত্রীদের বিক্ষোভ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, আমব্রেলা বানান করতে পারছে না একজন ছাত্রী কিন্তু সে পাশ করার দাবিতে বিক্ষোভ করছেন।

এবার এই বিক্ষোভের মাঝেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বড় পদক্ষেপ নিল। বোর্ডের তরফ থেকে বলা বলেছে, ছাত্রছাত্রীরা চাইলে সব বিষয়েই রিভিউ করতে পারবেন। পরীক্ষার্থীরা আগামী ২০ জুন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবে।

আরো পড়ুন: আপাদমস্তক ঋ’ণে ডু’বে? এই ৭ উ’পা’য়ে চিন্তা’মুক্ত হন

আগামী ৫ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। তবে অনলাইনে সমস্ত আবেদনই করতে হবে। প্রসঙ্গত, আগে যেকোনও ২টি বিষয়ে রিভিউর আবেদন করা যেত।

পরীক্ষার্থীদের রিভিও ও স্ক্রুটিনির আবেদন করতে হবে www.wbchse.nic.in ওয়েবসাইটে। তবে তাঁদের রিভিও ও স্ক্রুটিনির পাশাপাশি একইসঙ্গে আরটিআই না করার আবেদন জানানো হয়েছে।

সেক্ষেত্রে জটিলতা বাড়তে পারে ও রেজাল্ট বেরোতে বিলম্বও হতে পারে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরামর্শ, পরীক্ষার্থীরা রিভিও ও স্ক্রুটিনির রেজাল্টের পর যদি প্রয়োজন হয় তবেই আরটিআই করুন।