সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতীয় রেলের আ’জ’ব স্টেশন, নাম উচ্চারণ করতেই ল’জ্জা পায় লোকজন

বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে ভারতবর্ষে। আর এই রেল নেটওয়ার্ক গুলি পরিচালনা করবার জন্য ভারতের বিভিন্ন শহরে রয়েছে বড় বড় স্টেশন। ৮৫০০ স্টেশন রয়েছে আমাদের দেশে অথচ কয়েকটি স্টেশনের নাম এমন অদ্ভুত যা শুনলে ভীরমি খেতে হবে।

তেমনই কিছু অদ্ভুত স্টেশনের মধ্যে প্রথমে রয়েছে ফাকুন্ড রেলস্টেশন এটি উত্তরপ্রদেশের আউরিয়া জেলায় অবস্থিত। ভারতের এ ক্যাটাগরি স্টেশন এটি কিন্তু নামটাই একটু মজার। উত্তর মধ্য রেলওয়ে রেলস্টেশনের পরিচালনা করে। এই স্টেশনে রয়েছে পাঁচটি ট্রাক এবং চারখানা প্ল্যাটফর্ম।

মুম্বাইয়ের সেন্ট্রাল লাইনে অবস্থিত টিটওয়ালা। কল্যাণ ও কাঁশানার মধ্যবর্তী এলাকায় এটি অবস্থিত। ১৯২৬ সালের ২৩ এপ্রিল স্টেশন স্থাপন করা হয়। হালকাটা স্টেশন রয়েছে, কর্নাটকে। সেবা লাল নগরের কাছে অবস্থিত এই স্টেশনটি সবুজের সমারোহে ঢাকা। বহু মানুষ এখানেই আসতে পছন্দ করেন।

আরো খবর: বাংলার এই জেলাগুলোতে অ’কা’ল বর্ষণ হওয়ার সম্ভাবনা, দক্ষিণবঙ্গের আবহাওয়ার বি’রা’ট পরিবর্তন!

কামাগাটামারু বজ বজ রেলওয়ে স্টেশন। কি ভাবছেন আপনার চিরচেনা স্টেশনটির এমন এক কিম্ভুত নাম রয়েছে! শিয়ালদহ রেলওয়ের বিখ্যাত স্টেশন এটি। বজ বজ শহরের কাছেই স্টেশনটির এমন অদ্ভুত নাম রয়েছে।

কিন্তু কেন এমন অদ্ভুত নামকরণ সে ব্যাপারে জানা নেই। তবে মনে করা হয় স্থানীয় ভাষার মর্মার্থ অনুযায়ী এই নামকরণ গুলি করা হয়েছে স্টেশনের।তবে শুধুমাত্র এই স্টেশন গুলি নয় আরো বিভিন্ন বিচিত্র নামের স্টেশন রয়েছে আমাদের দেশে। সবথেকে বড় কথা সেই অঞ্চল বা এলাকা অনেক উন্নত হলেও নাম পরিবর্তিত হয়নি স্টেশনের।