সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সংব’র্ধনা অনু’ষ্ঠা’নে পা’কা সেতু’র প্রতি’শ্রুতি দি’লে’ন প্রতি’মন্ত্রী সাবিনা ইয়াসমিন

সংবর্ধনা অনুষ্ঠানে পাকা সেতুর প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন

মালদা,২২ নভেম্বর : পাকা সেতুর প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
সোমবার দুপুরে ইংরেজবাজার ব্লকের নরহাট্টা এলাকায় একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে নদীর দুই পাড়ের বাসিন্দারা মন্ত্রীর সামনে পাতা সেতুর দাবি তোলেন।

সোমবার দুপুর ১ টা নাগাদ কালিন্দ্রী নদীর পার্ক এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
এদিন ইংরেজবাজার ব্লকের নরহাট্টা এলাকায় ছিল সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে এলাকার মানুষদের দাবি অনুযায়ী কালিন্দী নদীর পাড় পরিদর্শন করেন মন্ত্রী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।

ইংরেজবাজার ব্লকের একদিকে নরহাট্টা অঞ্চল, অন্যদিকে ফুলবাড়িয়া অঞ্চল তার মাঝখান দিয়ে বয়ে গেছে কালিন্দ্রী নদী।
বর্ষার সময় সমস্যায় পড়েন দুইপারের হাজার হাজার মানুষ। এমনি সময় নদীর উপরে তৈরি করা হয় বাঁশের সাঁকো। ঝুকি নিয়ে দুই পাড়ের মানুষ স্বার্থ দিয়ে পারাপার করেন।

এর আগেও সমস্যার কথা জানিয়ে দুই পাড়ের মানুষ প্রশাসনের কাছে বারবার দাবি তুলেছিলেন পাকা সেতুর।
অবশেষে সেই পাকা সেতু তৈরির আস্বাস দেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রহিম বক্সী, সমর মুখার্জি, মালদা জেলা পরিষদ সদস্য স্বপন মিশ্র, প্রতিভা সিংহ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।