সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যের বাজেটে কোন কোন ক্ষেত্রে জো’র দেওয়া হলো? রইলো এক নজরে

আজ বুধবার রাজ্য বাজেট পেশ করার দিন। সকাল থেকেই রাজ্যের বাজেট পেশ করার দিকে চেয়েছিল রাজ্যবাসী। বিশেষ করে চাকরিজীবীরা তাদের বকেয়া ডিএ পাবে কিনা সেই আশাতেও বসেছিল।বিশেষ করে পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকারের এটাই শেষ বাজেট পেশ। তাই এই বাজেট পেশ রাজ্য সরকারের কাছে অনেকটাই চ্যালেঞ্জিং ছিল বলেই মনে করা হচ্ছে।

বাজেটে কি কি নতুন বিষয় নিয়ে কথা বলা হয় তার অপেক্ষায় রাজ্যবাসী। আজ বিধানসভায় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেন। আজ রাজ্য বাজেটে যদি একবার নজর দেওয়া যায় তাহলে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি উঠে এসেছে সেগুলি হল,

গ্রামীন সড়ক যোজনা ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হবে।
স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার পরিমাণ বেড়েছে ২৫ শতাংশ।
অনগ্রসর পড়ুয়াদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আরো খবর: Big Breaking: অবশেষে ৩ শতাংশ DA বৃ’দ্ধি করলো রাজ্য সরকার

পরিকাঠামোর দিক থেকে রাজ্যে রিয়েল এস্টেট এর দিকে নজর দেওয়া হয়েছে।
শস্য বীমা যোজনার ফলে উৎপাদন বৃদ্ধি হয়েছে অনেকটাই।
তাছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হলো বিনামূল্যে রেশন দেওয়ার পরিকল্পনা রাজ্যবাসীকে।

সামনেই পঞ্চায়েত ভোট সেই কথা মাথায় রেখেই বিভিন্ন পরিকল্পনা করতে হবে রাজ্য সরকারকে। আর সেই কারণেই এবারের বাজেট পেস অন্যবারের তুলনায় একটু আলাদা রকমের ছিল বলে মনে করা হচ্ছে।