সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিছুটা হলেও স্বস্তির খবর, দাম ক’ম’লো আলুর

সাধারণ মানুষের জন্য দারুন এক সুখবর, কারণ এবার দাম কমলো আলুর। আলু এমন এক প্রকার সবজি, যেটা আমরা প্রতিটা ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। অন্যান্য সবজির জন্য আলুর ব্যবহার অনেকটাই বেশি। সেই আলুর দাম কেজিপ্রতি তিন থেকে চার টাকার মতো কমলো।

গত কয়েক মাস থেকে আলুর দাম দারুন চড়া ছিল যার কারণে বাধ্য হয়েই সাধারণ মানুষকে চড়া দামে আলু কিনতে হচ্ছিল। এবার কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে আলুর দাম কমেছে । দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী নবিন্নের বৈঠকে আলুর দাম চড়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি হিমঘর থেকে আলু বাজারে আনার নির্দেশ দিয়েছে, তারপরেই এই আলুর দামের পতন। মনে করা হচ্ছে হয়তো সেই নির্দেশের কারণেই আলুর দাম কমেছে কিছুটা। তবে সুখবর হলো শুধু আলু নয় এর সাথে বাঁধাকপি টমেটো অন্যান্য সবজির দাম কমেছে অনেকটাই। আজ মঙ্গলবার দেখে নেওয়া যাক আজকের সবজির বাজারের দাম কেমন?

আরো খবর: এই শহরের বাসিন্দা হলেই পুরষ্কার মিলবে ২৫ লক্ষ টা’কা! চা’লু নয়া নি’য়’ম

পাতিলেবু – 2 টাকা থেকে 3 টাকা প্রতি পিস
পেঁয়াজ – 25 টাকা থেকে 35 প্রতি কেজি
ঢ্যাঁড়শ – 60 টাকা থেকে 70 টাকা প্রতি কেজি
কুমড়ো – 40 টাকা কেজি
বেগুন – 40 টাকা থেকে 50 টাকা কেজি
আলু (জ্যোতি) – 24 টাকা থেকে 26 টাকা
আলু (চন্দ্রমুখী) – 30 টাকা থেকে 32 টাকা কেজি
টমেটোর কেজি প্রতি দাম – 40 থেকে 50 টাকা।