সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্মার্টওয়াচের বি’রা’ট কেরামতি, হৃদযন্ত্রের টিউমার ধ’রি’য়ে দেওয়ায় প্রাণর’ক্ষা মহিলার

অ্যাপেলের তৈরি বিভিন্ন প্রোডাক্টগুলি বাজারে বেশ নাম করেছে। অ্যাপেলের আইফোন ছাড়াও স্মার্টওয়াচ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমান সমাজের মানুষের কাছে।

Apple Watch -এ বিভিন্ন ট্র্যাকিং ফিচার রয়েছে যা মানুষের স্বাস্থ্যের খেয়াল রাখে। সম্প্রতি রিপোর্ট থেকে জানা গেছে এক মহিলার শরীরে বাসা বেঁধেছিল একটি মারণ টিউমার।

আর এই টিউমারটিকে সনাক্ত করতে সাহায্য করেছে Apple Watch, এই স্মার্টওয়াচের বিশেষ প্রযুক্তির জন্যই কিম ডুরকি নামে এক মহিলার জীবন রক্ষা পেয়েছে।

আরো পড়ুন: ডেটে আসার ক’থা বললেও এলেন না প্রেমিক! ক্ষতিপূরণ দা’বি করে মা’ম’লা তরুণীর

এই রিপোর্টে বলা হয়েছে “দৈনন্দিন অ্যাকটিভিটি ট্র্যাকিং ও পড়ে গেলে জরুরি সাহায্যের জন্য এই স্মার্টওয়াচ কিনেছিলেন 67 বছরের বৃদ্ধা। তিনি স্বপ্নেও ভাবতে পারেন নি এই ডিভাইস তাঁর মারণ টিউমার নির্ণয় করতে সাহায্য করবে।”

কিম নামে ওই মহিলাটি Apple Watch থেকে বিপজ্জনক সংকেত পেয়ে ডাক্তারের কাছে যান। ডাক্তার জানান যে ওই মহিলার হৃৎস্পন্দনে অস্বাভাবিকতা রয়েছে।

হৃদপিণ্ডে একটি বিরল টিউমারের উপস্থিতির জন্যই হৃদস্পন্দনের এই অস্বাভাবিকতা দেখা দিয়েছে। এই টিউমারটি তার হৃদযন্ত্র বন্ধ করে দিচ্ছিল।

এই টিউমারের কারণে যেকোনো সময় ঐ মহিলার স্ট্রোক হতে পারে বলে সতর্ক করেছিলেন ডাক্তাররা। কিন্তু ওই মহিলার শরীরে কোনো উপসর্গ ছিল না। 27 জুন ডাক্তাররা কিমের অস্ত্রোপচার করে 4 সেন্টিমিটারের একটি টিউমার অপসারণ করেন।

তবে এই প্রথম নয় এর আগেও স্মার্টওয়াচের দ্বারা অনেক মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। একজন কায়াকার ও বরফের নদীতে আটকে পড়া এক মহিলার প্রাণ রক্ষা করতে সাহায্য করেছিল এই ডিভাইস। তবে শুধু স্মার্টওয়াচ নয় অ্যাপেল আইফোনেও অনেক মানুষের প্রাণ রক্ষা পেয়েছে।