সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেখাশোনা করে বি’য়ে করার পর স্বামীর এই ভুলে স্ত্রীর মনে ক্ষ’ত তৈ’রি হয়!

জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হলো বিবাহ। এই পৃথিবীর অধিকাংশ মানুষই এই বন্ধনে আবদ্ধ। কেউ নিজের পছন্দ মতো জীবন সঙ্গী বেছে নেন কেউবা আবার অ্যারেঞ্জড ম্যারেজ করে থাকেন। নিজে দেখে নিলে তবুও মানুষটিকে চেনা যায় কিন্তু দেখা শোনা করে অল্প দিনের পরিচিত মানুষকে বিয়ে করলে একটা হাই রিস্ক থেকেই যায়।

সেই মানুষটি কেমন হবে, একে অপরের সাথে মনের মিল , ভাবনা চিন্তার মিল হবে কিনা সেই সব নিয়েই দ্বন্দ্ব থেকে যায়। তবে এ ক্ষেত্রে নিজেদের গুটিয়ে রাখলে হবে না। গুটিয়ে রাখলেই বিপদ। অনেক সময় স্বামী স্ত্রীর ভুল কমিউনিকেশনের জন্য অনেক সম্পর্ক শুরুতেই শেষ হয়ে যায়। আসুন জেনে নেওয়া যাক কোন কোন ভুল গুলি একেবারেই করবেন না। বিশেষ করে পুরুষরা।

১. সন্মান না দেওয়া :- এখনও বহু পুরুষ নিজেকে সংসারের হর্তাকর্তা মনে করেন। আর স্ত্রীকে করে রাখেন গৌণ। আর এখানেই সমস্যা তৈরি হয়। মহিলাদের মধ্যে অপমানবোধ কাজ করে। তাই আপনি তাঁকে গুরুত্ব না দিলে তিনি নিজেকে সরিয়ে নেবেন। ফলে এখন থেকে স্ত্রীকে সম্মান দিন। আপনি তাঁকে সম্মান দিলেই দাম্পত্যের গাড়ি মসৃণ গতিতে চলবে। অন্যথায় সমস্যা বাড়বে কয়েকগুণ।

আরো খবর: শহর কলকাতায় এলো ঘুমপা’ড়া’নি য’ন্ত্র, তিনদিনেই কা’ট’বে অনিদ্রা

২. নিজেকে গুটিয়ে রাখা বা দূরে দূরে থাকা :- অনেক পুরুষই অ্যারেঞ্জড ম্যারেজের পর স্ত্রীর থেকে দূরে দূরে থাকেন। তাঁদের মধ্যে ‘লজ্জা’ বোধ কাজ করে। তাই শরীরিক ঘনিষ্ঠতা তৈরি হতেও সময় লেগে যায়। তবে এই ভুল করা একবারেই উচিত নয়। বরং যত শীঘ্র সম্ভব পরস্পরের মধ্যে ঘনিষ্ঠতা বাড়াতে হবে। আপনি যত দ্রুত এই কাজটি সেরে ফেলতে পারবেন, ঠিত তত তাড়াতাড়ি সম্পর্কের রসায়ন গাঢ় হবে। সুখে সংসার করতে পারবেন।

৩. ভালো মন্দের খবর না রাখা :- তিনি আপনার অর্ধাঙ্গীনি। তাই তাঁর মনের খবর আপনাকে অবশ্যই রাখতে হবে। তাঁর কী ভালো লাগে আর কী খারাপ- এটা জানা জরুরি। তবে অনেক পুরুষ এই বিষয়টিকে তেমন গুরুত্ব দেন না। আর এতেই বেঁধে যায় গণ্ডগোল। তখন স্ত্রী নিজেকে দূরে সরিয়ে রাখতে শুরু করেন। সম্পর্কের রসায়ন তৈরি হতেই পারে না। তাই এই দিকটায় এখন থেকে নজর রাখুন।

৪. সময়ের অভাব বলে অজুহাত দেওয়া :- অনেকেই কাজের অজুহাতে স্ত্রীকে সময় দেন না। রাত করে বাড়ি ফেরেন, কাক ভোরে বেরিয়ে যান। এই ধরনের কাজকর্ম কিন্তু দাম্পত্যের জন্য সুখকর নয়। বিশেষত, সম্পর্কের শুরুর দিনগুলিতে এই ভুল কিন্তু এড়িয়ে যেতে হবে। নইলে স্ত্রীর সঙ্গে বোঝাপড়াই তৈরি হবে না। পরস্পরের থেকে দূরেই থেকে যাবেন। তাই যতই ব্যস্ত হন না কেন, কিছুটা সময় বের করতেই হবে আপনাকে।

৫. অকারণে ঝগড়া করা :- বিয়ের শুরুর দিকেই রেগে যাবেন না নিজের স্ত্রীর উপর। কারণ এর আগে নিশ্চয়ই একে অপরকে চিনতেন পর্যন্ত না। আর এই কয়েকদিনেই যদি ঝগড়া করে বাড়ি মাথায় তোলেন, তবে স্ত্রীর চোখে খারাপ তো হবেনই। তাই দেখেশুনে বিয়ে করার পর ঝগড়া এড়িয়ে চলুন। ঝামেলা করলে সমস্যা কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে। একে অপরের থেকে তখন বহু দূরে চলে যাবেন। তাই এখন থেকে এই বিষয়টা মাথায় রাখুন। তাহলেই স্ত্রীর মন পাবেন।