সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে জুতো, “ধর্মীয় ভাগাবেগে আঘাত” ইস্যুতে পুজো কমিটিকে আইনি নো’টি’শ

এবার কৃষক আন্দোলনের মতো বড় ইস্যুকে দুর্গাপুজার মন্ডপ এর থিম হিসেবে তুলে ধরার প্রচেষ্টা চালিয়েছিলেন দমদম পার্ক ভারতচক্রের পুজো উদ্যোক্তাদের। সেক্ষেত্রে কৃষকদের চটি এবং জুতোই হয়ে উঠেছিল মন্ডপসজ্জার প্রধান উপকরণ। তবে এভাবে চটি-জুতা দিয়ে বানানো পূজার মন্ডপই যে শেষমেষ আইনি নোটিশ ধরিয়ে দেবে এটা হয়তো ভাবতে পারেন নি পুজো উদ্যোক্তারা।

কলকাতার বিখ্যাত এই পুজো নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে বিতর্ক। পুজোর শুরুর আগেই আইনি নোটিশ পেয়ে কার্যত বেজায় বিপাকে পড়েছেন পুজো উদ্যোক্তারা। দূর্গা পূজার থিমে এবার কৃষক আন্দোলন ইস্যুতে শাসকের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে নিয়েছিলে।

তবে মন্ডপসজ্জায় ব্যবহৃত জুতা এবং চটি কার্যত ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে নোটিশ পাঠানো হয়েছে আদালতের তরফ থেকে।গেরুয়া শিবিরের তরফ থেকেও প্রশ্ন তোলা হয়েছে কেন জুতো দিয়ে দেবী দুর্গার মণ্ডপ তৈরি করা হলো?

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মর্মে টুইট বার্তায় নিজের প্রতিবাদ জানিয়েছেন। পুজোর অন্যতম উদ্যোক্তা প্রত্যেককে অনুরোধ জানিয়েছেন নোটিশ পেয়েছেন পুজো উদ্যোক্তারা। আপাতত পুজো নিয়ে তারা ব্যস্ত রয়েছেন। তাই নোটিশ নিয়ে পরে ভাববেন। পায়ের চিহ্ন দিয়ে তারা কার্যত শাসকের ক্ষমতা দেখাতে চেয়েছেন। কারোর ভাবাবেগে আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল না।