সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সামনে বা ছবিতে সুন্দরী মহিলা দেখলেই পু’রু’ষ’স’ঙ্গী হাঁ হ’য়ে থাকে? এভাবে জ’ব্দ করুন

সুন্দরী মহিলার প্রতি পুরুষের আকর্ষণ তাদের চরিত্রের স্বভাবগত বৈশিষ্ট্য। তবে একটা সম্পর্কে আবদ্ধ থাকা সত্ত্বেও যদি কোনো ছেলে অন্য কোনও মেয়ের দিকে অন্য দৃষ্টিতে তাকায় তাহলে সম্পর্কের বিষয়ে ছেলেটির সততা নিয়ে প্রশ্ন জাগে। আপনার বয়ফ্রেন্ড যদি এরকম হয় তাহলে আজই সাবধান হয়ে যান।

বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত বিষয়গুলিকে মহিলারা উপেক্ষা করে থাকেন। তবে সেই বিষয়ে কোনো সমস্যা না হলে অসুবিধা নেই। কিন্তু এরকম ঘটনা যদি দিনের পর দিন বাড়তে থাকে তাহলে উপেক্ষা না করে সতর্ক হন। আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রইল বিশেষ কিছু টিপস যা আপনার বয়ফ্রেন্ডের এই অভ্যাস পরিবর্তন করতে পারবে-

১। রাগ দেখান: এ প্রসঙ্গে সবসময় শান্ত না থেকে রাগ দেখান। তবে চিৎকার না করাই ভালো। অন্য ভঙ্গিতে অভিমান প্রকাশ করতে শিখুন। নিজে চুপ করে থাকতে পারেন অথবা নিজের আচরণে বুঝিয়ে দিতে পারেন যে আপনার সমস্যা হচ্ছে। তবে তিনি বিষয়টি গুরুত্ব দিচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে।

আরো খবর: অফিসে দু’র্গ’ন্ধে’র জন্য বাড়ি থেকে ট’য়’লে’ট পেপার থেকে যা’চ্ছে’ন টুইটারের কর্মীরা, কিন্তু কে’ন?

​২। তাঁর মুখের উপর বলুন: ​মুখের উপর বলা অভ্যাস করুন। কারণ মুখের উপর কিছু না বললে সমস্যার সমাধান করতে পারবেন না।আবার তিনি এও ভাবতে পারেন যে, যেহেতু আপনি সব দেখে মেনে নিচ্ছেন, তার মানে আপনার কোনো সমস্যা নেই। তাই মুখের উপর ভুল ধরিয়ে দিলে তিনি বুঝলেও বুঝতে পারেন।

৩। একদম চুপ মেরে যান: সমস্যা মুখ বুজে সহ্য করলে তা কখনোই কমে না, বরং বাড়তে থাকে। তাই এমনটা একেবারেই করবেন না। এক্ষেত্রে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বন্ধ করলে দেখবেন তিনি বিষয়টি বুঝতে পারছেন।এভাবেই দেখবেন সমস্যার সমাধান হয়েছে।

৪। ওনাকে বোঝাতে পারেন: এই বিষয়টা যে আপনাদের সম্পর্কের জন্য ঠিক নয়, এটা তাঁকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলতে পারেন। এভাবেও সমস্যার সমাধান সম্ভব।

৫। ছেড়ে আসার কথা বলুন: এই সবক্ষেত্রে আপনি যে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চান এমন কথাও বলতে পারেন। তাহলেই তিনি বুঝবেন যে তার এহেন স্বভাব মোটেই ঠিক নয়। তাই দক্ষ হাতে এই অস্ত্রগুলি ব্যবহার করে দেখুন, সমস্যা আদৌ মিটছে কিনা।