সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্র’য়া’ত শিবসেনা নেতা বালাসাহেবের নামেই ন’য়া দল গ’ড়া’র বা’র্তা শিন্ডে শিবিরের

যত সময় যাচ্ছে, তত মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি তুঙ্গে উঠেছে। কমপক্ষে ৩৮ জন শিবসেনা বিধায়ক ইতিমধ্যেই ডেপুটি স্পিকারকে চিঠি লিখে একনাথ শিন্ডেকে নিজেদের পরিষদীয় নেতা হিসেবে দাবি করেছেন।

তারইমধ্যেই শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত জানিয়েছেন, শিন্ডে-সহ ১৮ জন (১২+৬) বিদ্রোহী বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপের জন্য আর্জি চিঠি পাঠানো হয়েছে বলে।

এবার বিদ্রোহী একনাথ শিন্ডে এবং তাঁর অনুগামী বিধায়কেরা শিবসেনার প্রয়াত প্রতিষ্ঠাতার নামের রাজনৈতিক অস্তিত্বের লড়াইয়ে নামতে চলেছেন।

আরো পড়ুন: আর লোন পাওয়া যা’বে না, নো’টি’শ জা’রি করে জা’না’লো রিজার্ভ ব্যাংক

শনিবার শিবসেনা নামে পৃথক একটি গোষ্ঠী হিসেবে মহারাষ্ট্র বিধানসভায় স্বীকৃতির দাবি জানাতে চলেছেন ৩৮ জন বিদ্রোহী বিধায়ক। বালাসাহেব-পুত্র উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহ করে গুয়াহাটির একটি বিলাসবহুল হোটেলে আশ্রয় নিয়েছেন বিদ্রোহী বিধায়কেরা।

শনিবার সেই দলের অন্যতম মুখ্য দীপক কেসারকর বলেন, আমার মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনা নামে পৃথক গোষ্ঠী হিসাবে স্বীকৃতি চেয়ে আবেদন জানাব।

অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে আমরা মিশে যাব না। তাঁর আরও দাবি, বালাসাহেবের আদর্শের প্রতি দায়বদ্ধতা রেখেই শিণ্ডের নেতৃত্বে কাজ করবে নতুন গোষ্ঠী।