সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২২ লক্ষ টা’কা’র গাড়ি কেনার ক’থা মানলেন শতরুপ! টা’কা কোথা থেকে এলো সেটিও স্পষ্ট করলেন

ইতিমধ্যে রাজ্যে দুর্নীতির খবর সর্বত্র। যেদিকেই কান পাতা যাচ্ছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেউ না কেউ জড়িত শাসকদলের, যার কারণেই শাসকদল অনেকটাই চাপে। বিশেষ করে বিলাসবহুল বাড়ি গাড়ি থেকে শুরু করে সবকিছুই নাকি নিয়োগ দুর্নীতির টাকা, এমনটাই বিরোধীরা দাবি করছে। তবে শাসক দল কম যায় না, তারাও বিরোধী দলের নেতা-মন্ত্রীদের ওপর নজর রাখছে কাদের কেমন গাড়ি বাড়ি।

তেমনি তৃণমূল সিপিএমের জনপ্রিয় যুব নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ এনেছে তিনি ২২ লাখ টাকার গাড়ি ব্যবহার করেন। এই কথার উত্তরে শতরূপ আলিমুদ্দিন স্ট্রীট থেকে সাংবাদিক সম্মেলন করলেন, ও এই কথার উত্তর দিলেন।

তিনি স্বীকার করেছেন তার ২২ লক্ষ টাকার গাড়ি রয়েছে, আর সেই ২২ লক্ষ টাকার উৎসও তিনি দিলেন। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এই অভিযোগ এনেছেন শতরূপ ঘোষের বিরুদ্ধে। তিনি টুইট করে বলেছেন, সিপিএমের সর্বক্ষণের কর্মী হয়েও কী ভাবে ২২ লক্ষ টাকার গাড়িতে উঠতে পারে।এখানেই শেষ নয় কুণাল ঘোষ শতরূপ ঘোষের সম্পত্তির হিসেবও সামনে এনেছেন।

আরো খবর: বোন যেন শশুরবাড়িতে রানীর ম’তো থাকে! চার ভাই মি’লে ৮ কোটির টা’কা’র যৌ’তু’ক দিলেন

এবার সেই টুইটের জবাব দিলেন শতরূপ সাংবাদিক বৈঠক করে। তিনি জানিয়েছেন, সে ২২ লক্ষ টাকা দামী গাড়িতে চড়েন। কিন্তু সেই গাড়ির সিংহভাগ টাকা দিয়েছে তার বাবা। গাড়ি তার নামে অবশ্যই। গাড়ি কেনার জন্য চেকে পেমেন্ট করা হয়েছে আবার কিছু টাকা নগদেও দেওয়া হয়েছে।

শতরূপ সমস্ত রশিদ পুঙ্খানুপুঙ্খ দেখিয়েছে সাংবাদিকদের। এমনকি কোন ব্যাংকের মারফতে টাকা দেওয়া হয়েছে এবং কোন দিন সেটাও তিনি বলেছেন।

সে সেদিনই বলেন যদি হিসেবের কোন গন্ডগোল হয়ে থাকে তাহলে আইনত ব্যবস্থা আমার প্রতি নিতে পারে শাসক দল। তবে আমি কোন গাড়ি কিনব সেটা নিশ্চয়ই তৃণমূল ঠিক করে দিতে পারে না।