সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শনি দেবের অশুভ ছা’য়া এদের উপর থেকে কোনোদিনও যে’তে চায় না! জানুন উ’পা’য়

শনি মহারাজ সকলকে তাদের কর্মফল প্রদান করেন। হিন্দু ধর্মে অন্যতম রাগী ও ক্রুদ্ধ দেবতা হিসেবে গণ্য করা হয় শনিদেবকে। শনি যদি কারুর ওপর রেগে যান তবে তাকে বক্র দৃষ্টি দিয়ে দেখেন। শনির দশা কাটাতে হলে কিছু নিয়মবিধি পালন করতে হবে কেবলমাত্র রত্ন ধারণ করলে চলবে না।

তাছাড়া শনির এই বিরূপ দৃষ্টি প্রভাবে মানুষের জীবন ছারখার হয়ে যেতে পারে। কোন রাশির জাতক-জাতিকাদের উপর যদি বক্র দৃষ্টি দেন শনিদেব তবে কিভাবে সেই দৃষ্টি থেকে রেহাই পাবেন তা জেনে নিন। অবশ্যই অসহায় পশুপাখিদের খাবার দিন বিশেষ করে কালো কুকুর শনিদেব খুবই পছন্দ করেন তাই তাদের খাওয়ান।

নোংরা আবর্জনা তিনি একদম পছন্দ করেন না তাই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। দরিদ্র অসহায় মানুষকে কখনো অপমান করবেন না তাদের কিছু না দিতে পারুন অন্তত তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিন। অন্যের ধন চুরি করে কিংবা অন্যকে ঠকালে শনিদেব কখনোই সহায় হন না।

আরো খবর: আজ শনিবার, জানুন কি বলছে আপনার রাশিফল (22.04.2023)

প্রবীনদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এমন কাজ করলে রাজার আসন থেকে ভিখারী হতে পারেন।অমাবস্যা তিথিতে কিংবা শনিবারে মদ মাংস খাওয়া মোটেও পছন্দ নয় শনিদেবের।

জ্যোতিষ অনুযায়ী অশ্বত্থ গাছ শনির খুবই প্রিয়। এই গাছ কাটলে বা এর ডালপালা যদি কেটে ফেলেন তবে শনিদেব খুবই রুষ্ট হন।

শনির দশা থেকে মুক্তি পেতে প্রতি শনিবার মন্দিরে গিয়ে সরষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন। এছাড়া শনি ও মঙ্গলবার ভক্তি ভরে হনুমান চালিশা পাঠ করুন।