সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাগুইহাটি জো’ড়া খু’ন কা’ণ্ডে মূ’ল অভিযুক্ত সত্যেন্দ্র হাওড়া স্টেশন থেকে ধৃ’ত

তথ্য ও ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা

অবশেষে অপেক্ষার অবসান। সিআইডি পুলিশের হাতে ধরা পড়লো বাগুইআটির ছাত্র হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। শুক্রবার হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অনেক পরিকল্পনা করে তবেই তাঁকে ধরা গেছে বলে জানা যাচ্ছে। বাগুইহাটিতে অতনু দে ও অভিষেক নস্কর বলে যে দুই ছাত্রকে রীতিমত সুপারি কিলার দিয়ে এই জোড়া খুন করে সত্যেন্দ্র। আর এই খুন হওয়ার পর থেকেই সে বেপাত্তা। তাঁকে অনেক চেষ্টা করেও পুলিশ ধরতে পারেনি।

কিন্তু বজায় ছিলো মোবাইল ট্র্যাকিং। তাঁর স্ত্রী পূজাকে জিজ্ঞেস করা হলে সে জানায় ২২ আগস্ট থেকে তাঁর সাথে কোনো যোগাযোগ করতে সেও পারেনি। তাঁর মোবাইল নম্বর ট্রেস করেও পাওয়া যাচ্ছিল না। জানা যায় সত্যেন্দ্র তাঁর দুটো সিম বন্ধ রাখে। আর অতনুর নম্বর দিয়ে অতনুর মাকে ফোন করে থ্রেড অবধি দেয় অতনুদের মৃতদেহ পাওয়ার আগে। পরে অবশ্য সেটাও বন্ধ করে দেয় সে। কিন্তু এত কিছু করার পরেও শেষ রক্ষা হলো না সতেন্দ্রর।

শুক্রবার হাওড়া স্টেশনে ট্রেন দিয়ে মুম্বাই পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল সে। কিন্তু এই খবর ঠিক পেয়ে যায় সিআইডি। আর তাঁরা এই প্ল্যানের ওপর আরো একটা প্ল্যান করে। সাধারণ পাবলিক এর বেশে পুলিশ ও পৌঁছোয় হাওড়ায় একই সময়ে। যথারীতি সত্যেন্দ্র বুঝতে পারে না। আর সেখানেই তাঁকে পাকড়াও করে পুলিশ।

আরো পড়ুন: অরুণাচল প্রদেশে মোতায়েন ক’রা হলো শক্তিশালী M777 হাউইৎজার, ৩০ কিমি দূ’রে আ’ঘা’ত হানতে স’ক্ষ’ম

সিআইডি সূত্রে খবর সত্যেন্দ্রকে ধরতে তাঁদের ভালোই বেগ পেতে হয়েছে। এমনকি এই তদন্তের জন্য বাগুইআটি থানার আইসি অব্দি পরিবর্তন করা হয়। তদন্তভার দেওয়া হয়েছে সিআইডি–কে। কিন্তু তারপরও মূল অভিযুক্তকে ধরা যাচ্ছিল না। শেষে তো তাঁরা ভাবছিলেন হোয়াটসঅ্যাপ সংস্থাকে চিঠি লিখ বেন গোয়েন্দারা।

আইপি অ্যাড্রেস জানতে এই পথেই হাঁটতে চলেছেন তাঁরা। জঙ্গিদের ট্রেস করতে এটা করা হয়। কিন্তু তাঁর মধ্যেই সত্তেন্দ্রকে তাঁরা ধরতে সফল হলো। সতেন্দ্র হাওড়া পৌঁছনো মাত্রই সাধারণ মানুষের বেশে থাকা পুলিশ তাঁকে ঘিরে ফেলে। আর পালাতে পারেনি সত্যেন্দ্র। ধরা দিতে সে বাধ্য হয় বলেই জানা যাচ্ছে।