সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শাড়ি স্মা’র্ট পোশাক নয়, দিল্লিতে রেস্টুরেন্টে ঢু’ক’তে বা’ধা মহিলাকে

বাঙালির আভিজাত্য এটি পোশাক হলো শাড়ি। আমরা যতই পাশ্চাত্য পোশাক পরি না কেন, শাড়ি পরলে আমাদের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। কিন্তু শাড়ি নাকি কোন স্মার্ট পোশাক নয়। সম্প্রতি এরকম একটি অজুহাতে এক মহিলাকে অভিজাত রেস্তোরাঁয় ঢুকতে দেননি রেস্তোরাঁর মালিক। অভিযোগকারিণী এই ঘটনার সম্পূর্ণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান নিজের অভিযোগের কথা।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ট্যাগ করে তিনি প্রশ্ন করেছেন, স্মার্ট পোশাকের সংজ্ঞা তাহলে কি? ঘটনাটি ঘটেছে দিল্লিতে। অভিযোগকারিণীর নাম অনিতা চৌধুরি, তিনি পেশায় ব্লগার। টুইটারে যে ভিডিওটি যিনি শেয়ার করেছেন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, অভিজাত রেস্তোরাঁয় ঢুকতে যাওয়ার মুহূর্তে তাকে বাধা দেন এক কর্মী। ওই কর্মী স্পষ্ট জানিয়ে দেন, শাড়ি কখনোই কোন স্মার্ট পোশাক হতে পারে না। এরপরই ওই স্থানে উত্তেজনা তৈরি হয়। সম্পূর্ণ ঘটনাটি রেকর্ড করে অনিতা চৌধুরি পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়।

পর এই ঘটনাটি টুইটারে শেয়ার করে তিনি লিখেন, ভারতীয় শাড়ি নাকি স্মার্ট পোশাক নয়, তাই শাড়ি পড়ে প্রবেশ নিষিদ্ধ দিল্লির এই রেস্তোরাঁয়। স্মার্ট পোশাকের সংজ্ঞা তাহলে কি? দয়া করে জানালে বাধিত হব। গোটা ঘটনাটি তিনি শেয়ার করে নরেন্দ্র মোদি, অমিত শাহ, হরদীপ সিং পুরি, দিল্লি পুলিশ এবং জাতীয় মহিলা কমিশনকে ট্যাগ করেছেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর নেটিজেনরা নিন্দা করতে শুরু করেন ওই অভিজাত রেস্তোরাঁয় ব্যবহারের বিরুদ্ধে। বেগতিক দেখে সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করে যায় দিল্লির ওই অভিজাত রেস্তোরা কর্তৃপক্ষ। এই ঘটনাটি গেট ম্যানেজারের সাথে ঘটেছে। কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই।