সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাধের বাড়ি হুড়মুড়িয়ে ভে’ঙে পড়লো, পরিবারের ৫ জনকে বাঁ’চি’য়ে দিল সামান্য একটি ইঁদুর!

একটা ছোট্ট ইঁদুরের জন্য প্রাণ বাঁচলো ৫ টি মানুষের। কথাটা আপাতদৃষ্টিতে অদ্ভুত লাগলেও এমনটাই হয়। পরিস্থিতি সেরোকমই এসে দাঁড়িয়েছিল যে ওই ইঁদুরের উৎপাতেই পারেন বাঁচে তাদের। ঘটনাটি ঘটে রাজস্থানে ধৌলপুর জেলার সিকরৌদা গ্রামের। সেখানকার এক বাসিন্দা জয়প্রকাশ থাকতেন বহু পুরনো একটি বাড়িতে।

যে সমস্ত বাড়িতে প্রশাসন ‘বিপজ্জনক বাড়ি’র সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে থাকে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন জয়প্রকাশদের বাড়ি ছাড়তে বলেছিল কিনা জানা যায়নি। তবে জয়প্রকাশ-সহ পরিবার পাঁচ সদস্য ওই বাড়িতেই থাকছিলেন। সেরকমই শনিবার রাতে ওই ব্যাক্তি অর্থাৎ জয়প্রকাশ, নিহালসিং, ইন্দিরা, ববিতা ও নাথিলাল সকলে যে যার ঘরে শুয়েছিলেন।

জয়প্রকাশের দাবি, মাঝরাতে একটি ইঁদুর ঢুকেছিল তাঁর ঘরে। এতেই ঘুম ভেঙে যায় তাঁর। আর ঘুম ভাঙতেই লক্ষ্য করেন দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়তে। আর তার পরেই তার মনে হয় এই বাড়ি নিশ্চই ধ্বসে পড়তে পারে। আর তাই সে খুব ভয় পেয়ে যায়। পরিবারের সকলকে ডেকে তোলেন তিনি।

আরো খবর: মা বাংলাদেশি ও পাকিস্তানি বাবা, তাদের ছেলের না’ম “ইন্ডিয়া”, কিন্তু কেন?

এবং সকলে মিলে নিচে নেমে আসেন যত তাড়াতাড়ি সম্ভব। আর যা ভাবেন ঠিক তাই। তার করা বিপদের আশঙ্কা বাস্তবে পরিণত হয়। পাঁচ জন বাড়ির বাইরে বেরোতেই দোতলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভয়ংকর দৃশ্য দেখে সকলে শিউরে ওঠেন।

একটুর জন্য রক্ষা পায় তারা। জয়প্রকাশ বলেন, “ভাগ্যিস ইঁদুরের উৎপাতে ঘুম ভেঙে গিয়েছিল। ইঁদুরের জন্যই প্রাণে বাঁচলাম।” তিনি তাদের বেঁচে যাওয়ার সমস্ত কৃতিত্বই ওই ছোট্ট প্রাণীটিকে দিয়েছেন।